বাবলু প্রামাণিক ,দক্ষিণ ২৪ পরগণা :- পুলিশের ছদ্মবেশে বারুইপুরের সীতাকুণ্ড-এর চাল ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে চম্পট এর ঘটনায় ৮ জন ব্যক্তিকে গ্রেফতার বারুইপুর থানার পুলিশের | শুধু তাই নয় ধৃতদের কাছ থেকে ৪ লক্ষ ৯২ হাজার টাকা উদ্ধার করল পুলিশ |
জানা গেছে কিছুদিন আগে পুলিশ সেজে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সীতাকুণ্ড-এর চাল ব্যবসায়ীর কাছ থেকে প্রচুর পরিমাণের টাকা নিয়ে চম্পট দেয় কয়েকজন | এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যারা পুলিশ এসে এসেছিল তারা আসল পুলিশ নয় |বারুইপুর জেলা পুলিশের নেতৃত্বে ও বারুইপুর থানার উদ্যোগে নকল পুলিশদের গ্রেফতার করল আসল পুলিশ | এই ঘটনায় ৮ জন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ |
এমনকি ধৃতদের কাছ থেকে চুরি করা ৪ লক্ষ ৯২ হাজার টাকা উদ্ধার করল পুলিশ | ধৃতদের পিছনে আরও কেউ আছে কিনা তা জিজ্জাসাবাদ করছে পুলিশ |