বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- গণনার আগের দিন নরেন্দ্রপুরের খেয়াদহে উদ্ধার হওয়া বোমা নিষ্কিয় করতে গিয়ে গুরুতর জখম হলেন সিআইডি-এর বোম ডিসপোজাল স্কোয়াডের দুই কর্মী| সিআইডি সূত্রে জানা যাচ্ছে, আহত দু’জনের মধ্যে একজন আধিকারিক অন্যজন কনস্টেবল| দুজনেরই অবস্থা আশঙ্কাজনক | তাঁদের বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে | নরেন্দ্রপুরের খেয়াদহ রানাভতিয়া এলাকায় রাতের অন্ধকারে লোডশেডিং করে বোমা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ | বিষয়টি জানতে পেরেই ক্ষুব্ধ এলাকার মানুষ তাড়া করে দুষ্কৃতীদের | আর তাড়া খেয়ে দুষ্কৃতীরা ব্যাগ ভর্তি বোমা ফেলে পালায় | শনিবার ওই বোমাগুলি নিষ্ক্রিয় করতে যান সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা |
উদ্ধার হওয়া ওই বোমাগুলিকে সিআইডি-র অফিসাররা নিষ্ক্রিয় করতে একটি ফাঁকা মাঠে নিয়ে যান | আর নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে | বোমাগুলি নিষ্কিয় করার সময়ই ঘটে বিপত্তি | দুর্ঘটনাবশত হঠাৎই বিস্ফোরণ হয় | তাতে আহত হন এক আধিকারিক ও এক কন্সটেবল | ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সিআইডি শীর্ষকর্তারা | স্থানীয়দের দাবি, ভোটের পর সন্ত্রাসের আবহ তৈরি করতেই বোমা মজুদ করা হয়েছিল | বিজেপির অভিযোগ এই কাজ তৄণমুলের | ফলাফল ঘোষণার পর এলাকায় অশান্তি ছড়াতে তারাই বোমা মজুত করেছে | অভিযোগ অস্বীকার করেছে তৄণমুল | অন্যদিকে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৄণমুলের সাংগঠনিক প্রধান নজরুল আলি মণ্ডল জানিয়েছেন, ভোটের দিন ঘোষণার পর থেকেই এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করছে বিজেপি | তাঁর অভিযোগ নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় সন্ত্রাস কায়েম করতেই এই কাজ রাতের অন্ধকারে করেছে বিজেপি | তবে বোমাগুলি কে বা কারা মজুদ করেছিল সেটা জানতে তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ| আতঙ্কে কোনোকিছুই বলতে রাজী নন এলাকার বাসিন্দারা |