Breaking News

বিয়েবাড়ির জমায়েতে রাশ টানল রাজ্য! কোন কোন দোকান খোলা যাবে আংশিক লকডাউনে বিজ্ঞপ্তি নবান্নর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে করোনা সংক্রমণে রাশ টানতে শুক্রবার রাজ্য জুড়ে আংশিক লকডাউন জারি করেছিল রাজ্য সরকার | এবার বিয়েবাড়ি ও পারিবারিক অনুষ্ঠানেও জারি করা হল নিষেধাজ্ঞা | অতিথির সংখ্যা থাকতে হবে ন্যূনতম, কোনও সময়ে ৫০ জনের বেশি অতিথি থাকবেন না | শনিবার নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে গতকালের নির্দেশিকায় খানিকটা সংশোধন করা হয় | নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বিয়েবাড়ি ও অন্যান্য পরিবারিক অনুষ্ঠানে কঠোরভাবে মানতে হবে কোভিড বিধি| মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব রাখতে হবে | অতিথির সংখ্যা থাকতে হবে ন্যূনতম | কোনও ভাবেই যাতে জমায়েত ৫০ জনের বেশি না হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে বলে জানিয়েছে নবান্ন | অন্যথায়, সেক্ষেত্রে কড়া আইনি পদক্ষেপ করা হতে পারে।এর পাশাপাশি কী কী দোকান নির্ধারিত সময়সীমার বাইরে খোলা থাকবে, তা নিয়ে সংশয়ও নিরসন করেছে রাজ্য সরকার | শনিবার বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার স্পষ্ট করল, স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা, বিদ্যুৎ, টেলিকম, যানবাহন, মুদি খানা, মিষ্টির দোকান, মাংসের দোকান, দুধ সরবরাহ ইত্যাদি দোকান বিধিনিষেধের বাইরে থাকছে | তবে সমস্ত খুচরো ও আউটলেটকে বেঁধে দেওয়া সময় মেনে চলতে হবে | সব ক্ষেত্রেই মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক | প্রসঙ্গত, গতকালই নবান্নর তরফে নির্দেশিকা জারি করে অনির্দিষ্টকালের জন্য শপিং মল, বার, রেস্তোরাঁ, সিনেমা হল, জিম, স্পা, সুইমিং পুল বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার | যদিও অনলাইন পরিষেবা এবং অনলাইন ডেলিভারির ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *