Breaking News

করোনাকালে রাজ্যের সাংবাদিক মহলের জন্য বড় ঘোষণা মমতার! সাংবাদিকদের কোভিডযোদ্ধা হিসেবে ঘোষণা মমতা বন্দোপাধ্যায়ের

দেবরীনা মন্ডল সাহা,কলকাতা :- পরিবর্তন নয়, প্রত্যাবর্তনেই আস্থা রেখেছে বঙ্গবাসী | তার আগেই সোমবার রাজ্যের সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন তৃণমূল নেত্রী | করোনা সংক্রমণের সঙ্কটজনক অবস্থার মধ্যে রাজ্যের তামাম সাংবাদিকদেরও ‘কোভিড যোদ্ধা’ হিসেবে ঘোষণা করেন তিনি | এতদিন চিকিৎসহ, পুলিশকর্মী, সাফাইকর্মীরা কোভিড যোদ্ধা বা ফ্রন্টলাইন ওয়ারিয়র হিসেবে চিহ্নিত হয়েছিলেন | কিন্তু প্রত্যেক মুহূর্তের সংবাদ যারা মানুষের ড্রইং রুমে পৌঁছে দেন, অনেক সময় তাঁরাই অবহেলিত থাকেন | এদিন তৃণমূল নেত্রী বলেন,, “আমার যত সাংবাদিক বন্ধুরা রয়েছেন, এদের আমি কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করছি| যদিও আপনারা জানেন, এটা বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে | আমরা যারা কোভিডের জন্য কাজ করি তারা সবাই কোভিড ওয়ারিয়র | অনেক সাংবাদিকরা মারা গিয়েছেন, কিন্তু তাঁদের কোভিড যোদ্ধা ঘোষণা করা হয়নি | যেহেতু আপনারা জানেন করোনা আমার অগ্রাধিকার | আপনারা মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করেন | তাই আমি এই ঘোষণা করছি|” এদিন মুখ্যমন্ত্রী আরও জানান যে, সাংবাদিকরা সরকারি অনুমোদনপ্রাপ্ত নন, তাঁদের বিষয়টিও পরে আলোচনা করে দেখে নেওয়া হবে | প্রসঙ্গত, এর আগে দেশের একমাত্র একটিই রাজ্যের সাংবাদিকদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করা হয়েছে | গত ৩ এপ্রিল উত্তরাখণ্ড সরকার সে রাজ্যের সমস্ত সাংবাদিকদের কোভিড যোদ্ধা উল্লেখ করে তাঁদের বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা করে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *