Breaking News

করোনার ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে আসানসোলের পিঠাকেয়ারী স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ, তৃণমূলের ব্লকের সাধারণ সম্পাদকের আশ্বাসে বিক্ষোভ ওঠে

সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- রাজ্যে করোনা যে হারে বাড়ছে তাতে আতঙ্কিত রাজ্যবাসী | কোথায় কোভিড ভ্যাকসিন মিলছে না আবার কোথাও ভ্যাকসিন নেওয়ার ভিড় | আর কোভিড ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার আসানসোলের সালানপুরের পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ | ভ্যাকসিন নিতে এসে ভ্যাকসিন না নিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে তাঁদের, এমনকি মানা হচ্ছে না সামাজিক দূরত্ব | সেই অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয়রা | তৃণমূল কংগ্রেসের ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং-এর আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা | তাঁদের অভিযোগ,যে হারে সালানপুর ব্লকের মধ্যে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে,তাতে মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে এবং বেড়েছে হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার ভিড়ও| কিন্তু তারই মধ্যে সাধারণ মানুষের অভিযোগ হাসপাতালে কোনও কোভিডবিধি মানা হচ্ছে না হাসপাতালে |

এমনকি ভ্যাকসিন নিতে এসে ভ্যাকসিন না নিয়ে বাড়ি ফিরে যেতে হয় মানুষদের | তাঁদের আরও অভিযোগ,যেখানে কোনো রকম সামাজিক দূরত্ব মানা হচ্ছে না,তাছাড়া সময়সীমার কোনো নিয়ম মানা হচ্ছে না | প্রায় সকাল ১১টায় খোলা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র | তার উপরে শুরু হয়েছে লম্বা লাইন এই অনিয়মের জেরে মঙ্গলবার সকালে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষজন | অবশেষে এই পরিস্থিতির সামাল দিতে পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রে আসেন তৃণমূল কংগ্রেসের ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং | তিনি এসে পরিস্থিতির সামালদেন এবং তিনি জানান এবার সবাই কোভিড ভ্যাকসিন পাবেন | কিন্তু তিনি বলেন,সবাইকে অপেক্ষা করতে হবে। আমার চেষ্টা করছি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করার | তাঁর আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি পান বাসিন্দারা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *