Breaking News

পশুখাদ্যের আড়ালে বিদেশী মদ অবৈধভাবে পাঁচার হওয়ার আগে ধরা পড়ল কুলটি থানার ডিসেরগড় ফাঁড়ির পুলিশের হাতে,উদ্ধার ২২০ পেটি বিদেশি মদ, ধৃত ১

সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- আসানসোলের কুলটি থানার ডিসেরগড় ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য | মঙ্গলবার গোপনসূত্রে খবর পেয়ে ডিসেরগড় নাকা পয়েন্টে একটি ট্রাকে পশুখাদ্যের আড়ালে বিদেশী মদ অবৈধভাবে পাঁচার হওয়ারআগে ডিসেরগড় ফাঁড়ির পুলিশ ধরে ফেলেন | পশু খাদ্যের আড়ালে প্রায় ২২০ পেটি বিদেশি মদ উদ্ধার হয়, আনুমানিক মূল্য প্রায় ৫লক্ষ টাকা |

এই ঘটনায় ট্রাকটির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ | এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে কুলটির এসিপি ওমর আলী মোল্লা বলেন, এই বিদেশি মদ বোঝায় ট্রাকটি রাঁচি যাচ্ছিল বলে জানা গেছে | তবে যে ট্রাক চালককে আটক করা হয়েছে সে আসানসোল থেকে ট্রাকটি নিয়ে ডিশেরগড় হয়ে রাঁচি নিয়ে যাচ্ছিলো বলে জানান এসিপি কুলটি এম ডি ওমর আলী মোল্লা | ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমে পুলিশ ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *