প্রসেনজিৎ ধর :- শপথ গ্রহণের পর নবান্নে ফিরেই রাজ্য প্রশাসনে রদবদল শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ২ জেলার জেলাশাসক বদলি করলেন তিনি | বদলি হলেন পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ার জেলাশাসক| এদিন নবান্ন থেকে জারি এক নির্দেশিকায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক স্মিতা পাণ্ডে ও পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়কে বদলি করা হয়েছে | ২ জনকেই কমিশনের নির্দেশে পদে বসিয়েছিল রাজ্য প্রশাসন | ক্ষমতায় ফিরেই তাঁদের সরিয়ে দিলেন মমতা | পূর্ব মেদিনীপুরের জেলাশাসক করা হয়েছে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের প্রাক্তন সচিব পূর্ণেন্দুকুমার মাঝিকে |অন্য দিকে স্মিতাকে ওয়েবল-এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হয়েছে | এদিকে জেলা প্রশাসনের রদবদল ঘটল পুরুলিয়াতেও | অভিজিৎ মুখোপাধ্যায়কে পাঠানো হল কম্পালসরি ওয়েটিংয়ে | তাঁর বদলে নয়া জেলাশাসক হলেন রাহুল মজুমদারকে| কেন এই বদলি তার অবশ্য কোনও নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি | তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ক্ষমতা ফিরে পেলে মমতা যে রদবদল করবেন তা একপ্রকার নিশ্চিতই ছিল | নবান্ন সূত্রের খবর, রাজ্য প্রশাসনের ব্যাপক রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী | যে কোনও সময় জারি হতে পারে সেই নির্দেশিকা |