দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় এক গুচ্ছ পদক্ষেপ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | মুখ্যমন্ত্রী বক্তব্যের শুরুতেই বলেন, “প্রথম কাজ ছিল, কোভিড নিয়ে বিশেষ আলোচনা করা| কোভিড নিয়ে আমরা সমস্ত জেলার জেলাশাসক, মেডিক্যাল সুপার, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি সহ সকলেই ছিলেন|সেখানে কোভিড মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে| প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছি|”
হাসপাতালের বেড বাড়ানো হচ্ছে বলে জানিয়ে মমতা বলেন, “আমাদের এখন ২৭ হাজার বেড রয়েছে, আগামী সপ্তাহে আরও তিন হাজার বেড়ে যাবে | মোট ৩০ হাজার বেড হয়ে যাবে | এর মধ্যে সাড়ে তিন হাজার আইসিসিইউ বেড|” তিনি আরও বলেন, এখন প্রতিদিন ২ লক্ষ টিকা দেওয়া হচ্ছে | দ্বিতীয় ডোজে অগ্রাধিকার দেওয়া হচ্ছে| তিনি বলেন, “কোভিড মোকাবিলায় অতিরিক্ত কিছু পদক্ষেপ নিতে হচ্ছে | সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, সে বিষয়গুলো বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে |”
কোভিড রুখতে নিলেন একগুচ্ছ পদক্ষেপ :-
•এখনই লকডাউনের পথে হাঁটলেন না। তবে দোকান, বাজার, গয়নার দোকান, ব্যাঙ্ক খোলা রাখার সময় বেঁধে দিলেন।
• কাল, বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেন বন্ধ রাজ্যে |
• মেট্রো, সহ সরকারি পরিবহন ৫০ শতাংশ চালু থাকবে |
• সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা, বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করাতে হবে |
• ব্যাঙ্ক খোলা রাখার সময়সীমাও বেঁধে দেওয়া হল | সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক |
• বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত |
• আগামী নির্দেশিকা প্রকাশ না করা পর্যন্ত বন্ধ থাকবে শপিং মল, রেস্তোরাঁ, জিম, পানশালা |
• সবাইকে আবশ্যিক ভাবে মাস্ক পরতেই হবে |
• ৫০ জনের বেশি জমায়েত চলবে না, ৫০ জনের জমায়েতেও লাগবে অনুমতি |
• কোভিড চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালও অধিগ্রহণ করছে রাজ্য সরকার |
• গয়নার দোকান খোলার সময়ও নির্দিষ্ট করা হল | দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত |
• জরুরি পরিষেবা, হোম ডেলিভারি চালু থাকবে |
• ভিন রাজ্য থেকে এ রাজ্যে ঢুকতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট পেশ করতে হবে |
• জরুরি ভিত্তিতে এ রাজ্যে আসা সকলকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে |
•এই পরিস্থিতিতে রাজ্যের যাত্রীদের বিমানে উঠতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে |