দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-করোনা রুখতে গণপরিবহনের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের তরফে | আগামীকাল থেকেই সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বুধবার মুখ্যমন্ত্রীর ট্রেন বন্ধের নির্দেশ ঘোষণার পর নিজেদের কর্মীদের চলাচলের জন্য ট্রেনের তালিকা তৈরির করে ফেলেছে রেল | বুধবার নবান্ন থেকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা বিজ্ঞপ্তি বলছে, ৬ মে থেকে ১৪ দিনের জন্য বন্ধ থাকবে লোকাল ট্রেন চলাচল | তারপর পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে | তবে রেলকর্মীদের জন্য পুরনো প্রথায় ট্রেন চালাবে রেল | এদিকে সম্প্রতি পূর্ব রেল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন ওই শাখার অন্তত ১২০০ জন কর্মী | তার মধ্যে শিয়ালদা ডিভিশনেই সংক্রমিত ৭৫০ জন রেলকর্মী | এর জেরে শিয়ালদহ সেকশনে গত শনিবার বাতিল করা হয় ৫৪ জোড়া লোকাল ট্রেন | কর্মীরা এবার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হওয়ায় লোকাল ট্রেনের সংখ্যা কমে দাঁড়ায় ৭৪০টিতে | হাওড়া ডিভিশনে এখন সাড়ে তিনশোর মতো ট্রেন চলছিল | যা বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে | দক্ষিণ পূর্ব রেলে ১৪৬টা লোকাল চলছিল, সেগুলিও বন্ধ হচ্ছে | তবে এই ঘোষণার জেরে তাঁরা সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা | হাওড়া ও শিয়ালদহ হয়ে যাতায়াত করা নিত্যযাত্রীদের জানিয়েছেন, আমাদের খুব ক্ষতি হবে | ভোগান্তি হবে | চাকরি বাঁচাতে ১০০-১৫০ টাকা ভাড়া দিয়ে গতবারের মতোই বাসে যাতায়াত করতে হবে |