দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনার জেরে এবার লোকাল ট্রেনের পাশাপশি বাতিল হল দূরপাল্লার ট্রেন |এবার শুধু লোকাল ট্রেনই না, রাজ্যের দূরপাল্লার ট্রেনও বন্ধ করার নির্দেশিকা জারি হল| জানা গিয়েছে, অনির্দিষ্ট কালের জন্য ১৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে | যার জেরে চূড়ান্ত হয়রানির যাত্রীদের | করোনার দ্বিতীয় ঢেউয়ে যাত্রীদের সংখ্যা হ্রাস পেয়েছে | এমন পরিস্থিতিতে ট্রেন চালানো ব্যয়সাধ্য হয়ে পড়ছে বলে জানা যাচ্ছে| পাশাপাশি করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে |
যে ট্রেনগুলি বাতিল করা হল তার তালিকা :-
•০২০১৯ এবং ০২০২০ হাওড়া রাঁচি স্পেশাল এক্সপ্রেস হাওড়া-রাঁচি
•০৩১১৭ এবং ০৩১১৮ কলকাতা-লালগোলা এক্সপ্রেস
•০৩০২৭ এবং ০৩০২৮ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল এক্সপ্রেস
•০৩০৪৭, ০৩০৪৮ হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস
•০৩১৮৭ এবং ০৩১৮৮ শিয়ালদহ-রামপুরহাট
•০৩৫০২ এবং ০৩৫০১ হলদিয়া-আসানসোল
তাছাড়াও জামালপুরের ভাগলপুর, কিউল, মোকামা, বার্হ, বখতিয়ারপুর, ফতুহা, পাটনা শহর এবং পাটনা জংশন থেকে দানাপুরের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে |