প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা করল রাজ্য সরকার | ঈদের আগেই মিলবে অ্যাড-হক বোনাস | বেসিক ও ডিএ মিলিয়ে ৩৬,০০০ টাকা বেতন হলে ৪,৫০০ টাকা বোনাস পাবেন সরকারী কর্মীরা | অবসরপ্রাপ্তদের বেসিক, ডিএ মিলিয়ে বেতন ৩১,০০০ টাকা হলে মিলবে ২,৫০০ টাকা এক্সগ্রাশিয়া | তবে শুধুমাত্র কর্মরত যারা এই উপহার তাঁদের জন্য নয় | অতি মহামারির মধ্যেও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও ২,৫০০ টাকার বোনাস ঘোষণা করা হয়েছে | তৃতীয় বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই রাজ্য সরকারী কর্মীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ইদের আগে বোনাস পেতে চলেছেন রাজ্য সরকারী কর্মীরা| এক্ষেত্রে দুটি ভাগ করা হয়েছে | যে সমস্ত কর্মীদের ডিএ এবং বেসিক মিলিয়ে ৩৬ হাজার টাকা বেতন, তারা ৩ হাজার টাকা বোনাস পাবেন | আর যে সমস্ত কর্মীদের বেতন ৪৫ হাজার টাকা, তারা ১২ হাজার টাকা বেতন পাবেন | যে সমস্ত কর্মচারী মুসলিম, তারা ইদের আগেই এই টাকা পেয়ে যাবেন | বাকিরা পাবেন ২৭ এ সেপ্টেম্বর থেকে ৫ ই অক্টোবরের মধ্যে| বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে পোস্টাল ব্যালটে সরকারি কর্মীদের বিপুল ভোট গিয়েছে তৃণমূলের দিকে | এবার মসনদে বসেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল তৃণমূল সরকার |