নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুরে পাঁচকুড়িতে হামলা চালানো হল কেন্দ্রীয়মন্ত্রী ভি মুরলীধরনের কনভয়ে | তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ | এমনকি ভাঙচুর চালানো হয় গাড়িতে বলে অভিযোগ | ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি | যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পালটা দাবি, অহেতুক প্ররোচনা দিয়ে বাংলার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে গেরুয়া শিবির | এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ | ভোট-পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’ বিজেপি কর্মীদের দেখতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে যাচ্ছিলেন মুরলীধরন | পাঁচকুড়ির কাছে তাঁর কনভয়ে বাঁশ-লাঠি হাতে হামলা চালানো হয় | গাড়িতে চলে ভাঙচুর | তার জেরে সফর কাটছাঁট করেই ফিরে আসতে বাধ্য হন মুরলীধরন |
তাঁর অভিযোগ, তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা কনভয়ে হামলা চালিয়েছে | এলাকার তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির ক্ষুব্ধ সমর্থকরাই ওই হামলা করেছে | হামলার ঘটনা নিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, সবাই বুঝতেই পারছে কারা হামলা করেছে। দেশের একজন নাগরিক, দেশের মন্ত্রী যাচ্ছিলেন। তার উপরে ইট বৃষ্টি, গাড়িতে হামলা হয়েছে। এর দায়িত্ব কার?যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি | তিনি দাবি করেছেন, ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নেই | কেশপুরে যাওয়ার নাম করে প্ররোচনা ছড়াচ্ছিলেন মুরলীধরনরা | পশ্চিম মেদিনীপুর শান্ত হয়ে যাওয়ায় ইচ্ছা করে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন বিজেপি নেতারা | কোথাও কোনও বড় ঘটেনি | তাও ‘আক্রান্ত’ কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার নাম করে নাটক করছে বিজেপি |