দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজনৈতিক হিংসার প্রতিবাদে স্পিকার নির্বাচনে অংশ নেবে না বিজেপি | শুক্রবার দলীয় বিধায়কদের নিয়ে বিধানসভায় বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিলেন দিলীপ ঘোষ | ভোটের ফল প্রকাশের পরই রাজ্যজুড়ে অশান্তির ছবি উঠে আসছে | এদিকে শনিবার রয়েছে বিধানসভায় স্পিকার নির্বাচন প্রক্রিয়া | এবার বিধানসভার স্পিকার নির্বাচনেও তৃণমূলের সঙ্গে সংঘাত জিইয়ে রাখল বিজেপি | বিজেপির অভিযোগ, তাঁদের বহু কর্মী আক্রান্ত হয়েছেন | মৃত্যু হয়েছে অনেকের | এখনও অনেকে ঘরছাড়া | আর তাই শনিবার বিধানসভায় স্পিকার নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন না বিজেপি বিধায়করা | বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, যতক্ষণ না সন্ত্রাস বন্ধ হবে বিধায়করা বিধানসভায় বসে আলোচনা বা সহযোগিতায় থাকবে না| তাঁর অভিযোগ, পাড়ার পর পাড়া খালি হয়ে যাচ্ছে | বিজেপি কর্মীরা ঘরছাড়া হচ্ছেন | শাসক দলকে কটাক্ষ করে বলেন বলেন, এখন ক্ষমতায় চলে এসেছে, এবার আর মিথ্যা বলা উচিত নয় | শুক্রবার বিধানসভায় আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ|
সেখানে তিনি বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন| বৈঠকে শুভেন্দু অধিকারী কিংবা মুকুল রায় উপস্থিত না থাকলেও ঠিক হয়, আগামিকাল স্পিকার নির্বাচনে দলের কোনও বিধায়কই অংশ নেবেন না | দিলীপ ঘোষের হুঁশিয়ারি, বিধায়কদের নিরাপত্তা নিশ্চিত না হলে, রাজ্যের অশান্তি বন্ধ না হলে কোনও বিজেপি বিধায়ক আসবেন না বিধানসভায় |এদিকে রাজ্য বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, ভোট পরবর্তী হিংসায় তাদের আক্রান্ত হওয়া নেতা ও কর্মীদের যে সম্পত্তির ক্ষতি হয়েছে তা চাঁদা তুলে তারা মেটাবে |