Breaking News

কোমরে দড়ি বেঁধে এই গ্রাম থেকে ওই গ্রাম ঘোরালো কেন্দ্রীয় বিজেপি নেতাদের মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা, দেখুন ভিডিও

অভিষেক সাহা, মালদহ :- করোনা বিধি মানার বালাই নেই, বেশিরভাগের মুখে নেই মাস্ক | তার মধ্যে শুক্রবার তৃণমূলের এক অভিনব বিজয় মিছিল দেখল মালদহের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা | বিজয় মিছিলে কোমরে দড়ি বেঁধে গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে লাঠি পেটা করলেন মোদি-অমিত শাহ মুখোশধারী দুই কেন্দ্রীয় বিজেপি নেতাকে| যাকে তীব্র ভাষায় কটাক্ষ বিজেপির|

তৃণমূলের জয়ের আনন্দে সারা রাজ্যের পাশাপাশি মেতেছে মালদহের তৃণমূলের কর্মী-সমর্থকরা | আর এক অভিনব বিজয় মিছিলের সাক্ষী থাকল মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকা | কোমরে দড়ি বেঁধে গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে লাঠি পেটা করলেন মোদি-অমিত শাহ মুখোশধারী দুই কেন্দ্রীয় বিজেপি নেতাকে | এমনকি ‘বাংলায় আর আসবি,দিদিকে নিয়ে ব্যঙ্গ করবি’ এই স্লোগান তুলে মজার ছলে মোদি-অমিতকে মারতে থাকে তৃণমূল কর্মী ও সমর্থকেরা| এমনই দৃশ্য দেখা গেলো শুক্রবার | মোদি-অমিতের মুখে মাস্ক দেখা গেলেও তৃনমূল সমর্থক ও কর্মীদের মুখে মাস্ক চোখে পড়েনি |

এদিন মুখোশধারী মোদি-অমিতকে দেখতে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন এলাকার সব বয়সী মানুষরা |তৃণমূল কুশিদা অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজম জানান, “সমস্ত গ্রাম আনন্দে আত্মহারা হয়ে গেছিল | কারণ আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করেছে | আমরা সমস্ত গ্রামবাসী মিলে এক বিজয় মিছিল অনুষ্ঠিত করলাম | বিজয় মিছিলের আকর্ষণীয় বিষয় ছিল মোদী এবং অমিত শাহের মুখোশ পরিহিত দুই বিজেপি কর্মীকে ঘাড় ধরে বের করে দেওয়া হল | আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, আমরা সকলের মেলবন্ধন চাই|

“যদিও জেলা বিজেপি নেতৃত্ব এই ঘটনার তীব্র কটাক্ষ করে হরিশ্চন্দ্রপুর মন্ডল সভাপতি রূপেশ আগরওয়াল বলেন, “আজ আমি নিজেও দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোশ পরিয়ে দুইজন মানুষকে নিয়ে কী নোংরামো করল | তৃণমূলের সংস্কৃতি কী তা সবাই জানে। আগামীদিনে মানুষ নিশ্চয়ই বুঝবে যে তারা কী ভুল করেছে | আজ আমরা ৩ থেকে ৭৭ হয়েছি | আগামীদিনে আরও ভালো ফলাফল করব|”করোনার বাড়বাড়ন্তে বিজয় মিছিল করতে বারণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | কিন্তু তা উপেক্ষা করেই জেলায় জেলায় চলছে তৃণমূলের বিজয় মিছিল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *