প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে করোনা ক্রমশ বাড়ছে | এবার শহরে তিনটে নতুন সেফ হোম চালু করতে চলেছে রাজ্য সরকার | বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে ললিত গ্রেট ইস্টার্ন হোটেল, গীতাঞ্জলি স্টেডিয়াম ও নেতাজি ইন্ডোরকে সেফ হোমে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে | করোনা মোকাবিলাকেই যে সব চাইতে আগে প্রাধান্য দেওয়া হবে, মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই তা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | আর এবার এ রাজ্যে বাড়তে থাকা দ্বিতীয় ঢেউয়ের দাপট রুখতে যে তৎপর হয়েছে রাজ্য সরকার, এই উদ্যোগেই তার প্রমাণ মিলল | ইতিমধ্যেই হাসপাতালের বেড সমস্যা মেটাতে বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথভাবে সেফ হোম চালু করছে রাজ্য সরকার | এবার প্রশাসনের উদ্যোগে আরও ৩টি নতুন সেফ হোম হচ্ছে কলকাতায় | সেফ হোম করা হচ্ছে ললিত গ্রেট ইস্টার্ন হোটেল, গীতাঞ্জলি স্টেডিয়াম ও নেতাজি ইন্ডোরকে | জানা গিয়েছে, নতুন তিনটি সেফ হোমে প্রায় ৬০০ করে বেড থাকছে | এই তিনটি সেফহোমের দায়িত্বে থাকবে আমরি হাসপাতাল কর্তৃপক্ষ বলে সূত্রের খবর|
এর আগে, কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছিল সল্টলেক স্টেডিয়ামকে | এর আগে কিশোর ভারতী স্টেডিয়ামকে করোনা হাসপাতাল হিসাবে গড়ে তোলা হয়েছিল | ১৫৩ বেডের ওই হাসপাতালে জেনারেল বেডের পাশাপাশি আইসিইউ, এইচডিইউ ছাড়াও অক্সিজেন প্ল্যান্টও রয়েছে |