Breaking News

নিশীথ প্রামাণিক-জগন্নাথ সরকার কি সাংসদ পদ ছাড়বেন নাকি বিধায়ক পদ? বিধায়ক পদে শপথে অনুপস্থিতি বাড়াল জল্পনা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- গতকাল ও এদিন ছিল রাজ্য বিধানসভা ভবনে নবনির্বাচিত ২৯১জন বিধায়কের শপথ গ্রহণের দিন| কিন্তু সেই শপথ গ্রহণের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে দেখা গেল ২৮৯জন বিধায়ক শপথ নিয়েছেন | ২জন বিধায়ক শপথে নেননি | এই দুইজন আর কেউ নন, বিজেপির দুই সাংসদ জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক | প্রথমজন রানাঘাটের সাংসদ ও দ্বিতীয়জন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার | এরা বিজেপির জয়ী দুই প্রার্থী | তবে তাঁরা আবার সাংসদও | নির্বাচনের ফল ঘোষণার পর প্রশ্ন উঠছে, তাঁরা সাংসদ পদ ছাড়বেন না বিধায়ক পদ? শুক্রবার বিধানসভায় শপথ গ্রহণ করতে আসেননি বিজেপির জয়ী এই দুই প্রার্থীই | ফলে এই জল্পনা আরও জোরাল হয়ে উঠেছে | নিয়মানুসারে নিশীথ ও জগন্নাথ দুইজনই আগামী ৬ মাস পর্যন্ত সাংসদ ও বিধায়ক পদ ধরে রাখতে পারবেন | কিন্তু তার মধ্যেই এই দুটি পদের মধ্যে যে কোনও একটি থেকে তাঁদের পদত্যাগ করতে হবে | তাঁদের ছেড়ে দেওয়া আসনে আবারও নির্বাচন হবে, যা উপনির্বাচন হিসাবেই চিহ্নিত হবে | বিজেপি সূত্রে জানা গিয়েছে, জগন্নাথ ও নিশীথ দুইজনই সাংসদ পদ ছাড়তে নারাজ | ভোটযুদ্ধে দুইজনই জিতেছেন তবে নিশীথ জিতেছেন মাত্র ৫৭ ভোটে যা কার্যত নৈতিক হারের সামিল | এই অবস্থায় নিশীথ ও জগন্নাথ কেউই সাংসদ পদ ছাড়তে চান না | কেননা এই পদে থাকলে বেশি ক্ষমতা ভোগ করার পাশাপাশি বেতনও অনান্য সুযোগ-সুবিধাও বেশি পাওয়া যায় | কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে এই দুইজনই বিধায়কের দায়িত্ব পালন করুক, সাংসদ পদ থেকে অব্যাহতি নিন | এর পিছনেও কারন রয়েছে। শান্তিপুর ও দিনহাটা থেকে জগন্নাথবাবু ও নিশীথ জিতলেও সেই জয়ের ব্যবধান বেশি নয় নিশীথ জিতেছেন মাত্র ৫৭ ভোটে আর জগন্নাথবাবু জিতেছেন ১৫ হাজারের কিছু বেশি ভোটে | এই দুই আসন থেকে দুই বিধায়ক ইস্তফা দিলে সেখানে উপনির্বাচন হবে | সেই উপনির্বাচনে বিজেপি যে জিতবেই তেমন কথা জোর দিয়ে কেউ বলতে পারছে না | কিন্তু নিশীথ কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে ও জগন্নাথ রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে ইস্তফা দিলে সেখানে যদি উপনির্বাচন হয় তাহলে সেখানে বিজেপি জিতে যেতে পারে | কেননা একুশের ভোটযুদ্ধে ওই দুই লোকসভা কেন্দ্রেই বিজেপি বেশ ভালো ভোটেই এগিয়ে রয়েছে | তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হিসাব কষেই চাইছে নিশীথ ও জগন্নাথ তাঁদের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিধায়ক পদ ধরে রাখুক | এখন এর সঙ্গে আবার যোগ হয়েছে গেরুয়া শিবিরে মতবিরোধের জেরে দুই সাংসদই তলায় তলায় যোগাযোগ করছেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে ঘাসফুল শিবিরে যোগদান করার জন্য বলে সূত্রের খবর | যদিও রাজ্যব বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এই জল্পনা জল্পনা উড়িয়ে জানিয়ে দিয়েছেন, দুই সাংসদই নিজ নিজ এলাকায় কোভিডের কাজে ব্যস্ত আছেন | তাই তাঁরা নিজ নিজ সময়মতন বিধানসভা ভবনে এসে শপথ নিয়ে যাবেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *