Breaking News

নতুন চিকিৎসক-নার্স-ক্রিটিক্যাল কেয়ার স্টাফ নিয়োগ! স্বাগত জানালো জলপাইগুড়ির চিকিৎসকমহল

দেবরীনা মণ্ডল সাহা :- কোভিড যুদ্ধে মারণ ভাইরাসকে ঠেকাতে রাজ্য জুড়ে একগুচ্ছ চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর | নতুন চিকিৎসকদের হাতে হাতে দেওয়া হবে নিয়োগপত্র | এমনকি করোনা মোকাবিলায় জেলার স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাচ্ছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর | চুক্তিভিত্তিতে নিয়োগ করা হচ্ছে চিকিৎসক, নার্স ও অন্যান্য টেকনিক্যাল কর্মী| জলপাইগুড়ি জেলায় নেওয়া হবে ২২-২৩ জন চিকিৎসক, ৮ জন ক্রিটিক‍্যাল কেয়ার টেকনিশিয়ান ও ২ জন ল‍্যাব টেকনিশিয়ান| নির্দেশিকা অনুযায়ী জানা গেছে উত্তরবঙ্গের কোভিড হাসপাতালগুলির জন্য ১৯৪জন চিকিৎসককে নিয়োগ করা হবে |

এর মধ্যে মেডিকেল অফিসার বিভাগে জেনারেল ডিউটি এবং সিসিইউ বা এইচডিইউ বিভাগে যথাক্রমে ৮৮জন এবং ২৮জন চিকিৎসককে নিয়োগ করা হবে | অন্যদিকে বিশেষজ্ঞ বিভাগে মেডিসিন ক্ষেত্রে ৩৩জন, অ্যানেস্থেসিয়ায় ১৫জন এবং শ্বাসকষ্টজনিত রোগের জন্য ৩০জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে বলে জানা গেছে | উত্তরবঙ্গের অফিসার অন স্পেশ‍্যাল ডিউটি পাবলিক হেলথ ও এসডি ডা সুশান্ত কুমার রায় শনিবার জানান, দুদিন আগে স্বাস্থ্যভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রতিটি জেলাতে দুমাসের চুক্তিতে ডাক্তার, নাসিং স্টাফ, ক্রিটিক‍্যাল কেয়ার স্টাফ নিয়োগ করা হবে |জানান, ‘করোনার ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে মূলত চুক্তি ভিত্তিক দুমাসের জন্য চিকিৎসক ও নার্সিং স্টাফদের এই নিয়োগ করা হচ্ছে | এরপর প্রয়োজন অনুযায়ী দুমাস করে এর রিন্যুয়াল হতে পারে | জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে আমারা ২২ থেকে ২৪ জন চিকিৎসককে নিয়োগ করব |উপযুক্ত নথি নিয়ে স্বাস্থ্য দফতরে যোগাযোগ করলেই হবে | আমরা নিয়োগপত্র হাতে নিয়ে বসে আছি। উপযুক্ত সার্টিফিকেট দাখিল করলেই হাতে হাতে তাঁদের চাকরি দেওয়া হবে|’চিকিৎসক নিয়োগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার নিবিড় কুমার পাল জানিয়েছেন, ‘করোনার প্রথম ঢেউ সামাল দিতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়েছি | আর এই পরিস্থিতির ফলে অন্যান্য রোগীদের পরিষেবায় খানিকটা বিঘ্ন ঘটেছে| নতুন ব্যাচ এলে তাঁরা নতুন উদ্যোগে কাজ শুরু করবে|আর আমরা অন্যান্য রোগীদের ভালভাবে পরিষেবা দিতে পারব |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *