Breaking News

মেডিক্যাল কলেজের ওয়ার্ড থেকে নিখোঁজ করোনার উপসর্গ থাকা রোগিণী!ঘটনাটি খতিয়ে দেখবার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে নিখোঁজ এক করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগিণী | শনিবার বিষয়টি জানাজানির পরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে | নিখোঁজ রোগীর খোঁজ চালানো হচ্ছে প্রশাসনের তরফে| সূত্রের খবর, সুনীতাদেবীর শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল | এছাড়া কোমরেও যন্ত্রণা ছিল। এগুলি করোনার উপসর্গ | কোনও ঝুঁকি না নিয়ে সুনীতাদেবীকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি নেওয়া হয়| চিকিৎসকরা জানিয়েছেন, সুনীতাদেবীর চিকিৎসা শুরু হয় তখনই| তবে গভীর রাতে করোনা পরীক্ষা করা হয়নি | প্রসঙ্গত, করোনা মোকাবিলায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে কোভিড হাসপাতালে উন্নীত করা হয়েছে| সূত্রের খবর, সুনীতাদেবীকে তাঁর পরিবারের সদস্যরাই ভর্তির জন্যে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন | চিকিৎসকরা জানিয়েছেন, করোনার উপসর্গ থাকায় দেরি না করে ওকে মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ের চারতলায় ভর্তি করা হয় | এদিকে এদিন সকালে সুনীতাদেবীর পরিবারের লোকেরা হাসপাতালে গিয়ে সুনীতাদেবীর হদিশ পাননি | পরিবারের সদস্যদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক জানান সেখানে সুনীতা রাউথ নামে কোনও রোগী ভর্তি নেই এরপর সারাদিনেও খোঁজ মেলেনি নিখোঁজ ওই রোগিণীর | মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া নিখোঁজ রোগিণীর হদিশ পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে | কিন্তু ওই মহিলার আর সন্ধান পাওয়া যায়নি| ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ | খোদ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগিণীর নিখোঁজ হওয়ার ঘটনায় স্বভাবতই উদ্বেগ দেখা দিয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *