Breaking News

অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ ! ধুন্ধুমার উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে

প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল | চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব, মৃতের বাড়ির লোকজন | হাসপাতালে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসপাতালে ব্যাপক ভাঙচুরের অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে | পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে | জানা গিয়েছে, করোনা উপসর্গ নিয়ে দিন কয়েক আগে উলুবেড়িয়া সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে ভরতি হন ওই রোগী | শনিবার সকালে হঠাৎ তাঁর শ্বাসকষ্টের সমস্যা হয় | পরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয় | এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে | মৃত রোগীর বাড়ির লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হন | ওই রোগীকে প্রয়োজন মতো অক্সিজেন দেওয়া হয়নি বলে তাঁরা অভিযোগ করেন | মৃত রোগীদের আত্মীয়দের অভিযোগ, অক্সিজেন প্রয়োজন পড়লেও রোগীদের তা দেওয়া হচ্ছে না| আর তার জেরেই মৃত্যু হয়েছে | যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ | হাসপাতালে রীতিমতো তাণ্ডব চালায় মৃত রোগীদের আত্মীয়-পরিজন | খবর যায় উলুবেড়িয়া থানায় | সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী এসে হাজির হয় হাসপাতালে | উত্তেজনা থাকায় হাসপাতাল চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *