প্রসেনজিৎ ধর :- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আর রাজ্যের সংবিধানিক প্রধানের মধ্যে পত্রযুদ্ধ শুরু হয়েছে | কার্যত রাজ্য সরকারের অনুমতি ছাড়াই বিএসএফের হেলিকপ্টারে করে সেখানে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর | আজ, বৃহস্পতিবার সকালেও ফের একবার মমতাকে সাংবিধানিক দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন রাজ্যপাল | এ দিন ফের পরপর টুইট করে তিনি লিখলেন, ‘এই পরিস্থিতিতে সবার একজোট হয়ে কাজ করা উচিত|’এদিন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইট করে লিখেছেন যে, ‘আমি ও আপনি দু’জনই সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত | শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংবিধান মেনে চলতে বাধ্য |আমি জানি আপনি অন্তত সংবিধান মানেন | আর সংবিধান কখনও এড়ানো যায় না | সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই আমার জেলা সফর | এরকম একটা সঙ্কটের সময় রাজ্যপাল-সহ প্রত্যেকের একসঙ্গে কাজ করা উচিত |’ রাজ্যপাল রাজ্য সরকারের অনুমতি ছাড়াই কোচবিহার জেলা সফরে যাচ্ছেন এদিন আর তা নিয়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী | গতকালই তিনি রাজ্যপালকে চিঠি দিয়ে এই বিষয়ে তাঁর অসন্তোষ জানিয়েছেন | সেই চিঠির জেরে রাতেই মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি পাঠান রাজ্যপাল | সেখানে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ তিনি যে সংবিধান মেনে শপথ নিয়েছেন, আশা করি সেই শপথবাক্য রক্ষা করবেন | সংবিধানের ১৫৯ নম্বর ধারা অনুযায়ী আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সংবিধানের আওতায় থেকে মানুষের পাশে দাঁড়ানোর | এই কঠিন এবং অভূতপূর্ব পরিস্থিতিতে চটকদারি করা উচিত নয়| প্রয়োজন একসঙ্গে কাজ করার | এই কঠিন সময় আমাদের সংযম দেখানো উচিত | আমি মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করছি, সংবিধানের আওতায় থেকেই আমি মানুষের পাশে থাকার চেষ্টা করব|’
একই সঙ্গে রাজ্যপাল ওই চিঠিতে মুখ্যমন্ত্রীকে লেখেন, ‘আমি অবাক যে আপনার মতো একজন নেত্রী কী ভাবে ভাবলেন যে রাজ্যপালের সফরের জন্য রাজ্য সরকারের নির্দেশ প্রয়োজন? মানুষের কষ্ট ভাগ করে নেওয়ার জন্য যখন আমি সফর করতে চাইছি, তখন এই নিয়ম মানার সময় নয় | আমি আপনার দাবি মানতে রাজি নই সাংবিধানিক শপথের মর্যাদা রাখুন | মানুষ কষ্টে আছে সেই বিষয়গুলিতে নজর দেওয়া দরকার | সবরকম সহযোগিতা আমার তরফ থেকে পাবেন | পশ্চিমবঙ্গের মানুষকে সুরক্ষা দিতে সবসময় পাশে থাকব | এই পরিস্থিতিতে সবার একজোট হয়ে কাজ করা উচিত |’ এদিন রাজ্যপাল বিএসএফের হেলিকপ্টারে করে কোচবিহার জেলার মাথাভাঙা, শীতলকুচি, সিতাই ও দিনহাটায় যাবেন| কোচবিহারের সার্কিট হাউসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল | পরের দিন সকালে হেলিকপ্টারে করেই তিনি যাবেন অসমে | সেখানকার রানপাগলি ও শ্রীরামপুর ক্যাম্পেও যাবেন |