Breaking News

করোনা অতিমারিতেও সাফল্যের দোরগোড়ায় পৌঁছে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প! এসপ্ল্যানেড ছুঁতে চলেছে ‘‌উর্বী’‌, প্রায় সম্পূর্ণ সুড়ঙ্গ খনন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনা অতিমারি ঠেলে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প | মেট্রো সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক দিনের মধ্যেই বিভীষিকার সেই দুর্গা পিতুরি লেন পেরিয়ে যাবে টানেল বোরিং মেশিন ‘‌উর্বী’‌ |তারপরেই সে ছুঁয়ে ফেলবে বৌবাজার চত্বর| তবে এই যাত্রাপথ অতটা মসৃণ ছিল না| পদে পদে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে | আর তার মধ্যে সব চেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনার দ্বিতীয় ঢেউ| ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, কাজ করতে গিয়ে প্রকল্পের বহু কর্মী-আধিকারিকরা সংক্রমিত হয়ে পড়েছিলেন | ২৫০ জনের মধ্যে প্রায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭০ জন কর্মী ফলে খবর | ফলে, গত ৩ সপ্তাহ আগেই বন্ধ হয়ে গিয়েছিল ইস্ট-‌ওয়েস্ট মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ তৈরি করার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার দফতর | কিন্তু তা সত্ত্বেও মেট্রো প্রকল্পের কাজ বন্ধ করা হয়নি | কর্মী-‌আধিকারিকদের পৃথকভাবে থাকার ব্যবস্থা করার পাশাপাশি যাতায়াতের বাহন ও বিশ্রামের জায়গাগুলো ঘন্টায় ঘন্টায় জীবাণুমুক্ত করে পরিস্থিতি আয়ত্তে আনা হয় | বউবাজারের যে স্থানে একের পর এক বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়েছিল,তার তলা দিয়ে সুড়ঙ্গ তৈরির কাজ একেবারে শেষের পথে | শিয়ালদহের দিক থেকে যে বোরিং মেশিনটি বউবাজারের দিকে এসে পৌঁছনোর কথা ছিল, সেই মেশিন কিন্তু প্রায় এসে পৌঁছে গিয়েছে | দূর্গা পিতুরি লেনের নিচেই রয়েছে সেই বোরিং মেশিনটি | বউবাজারের ওই স্থানে ৩৮ মিটার লম্বা একটি চৌবাচ্চার মতো তৈরি করা হয়েছে, যেটি চওড়ায় প্রায় ১০ মিটার | যার পাশ দিয়ে লোহার পিলারের একটা দেওয়াল তৈরি করা হয়েছে | সেই দেওয়ালের পিলার ভেদ করে সপ্তাহের শেষেই এসে পৌঁছবে বোরিং মেশিন উর্বী | অন্য দিকে, এই যাত্রাপথেই পড়ছে দুর্গা পিতুরি লেনের মতো অতি স্পর্শ কাতর এলাকা | কারণ, এই সমস্ত এলাকার অধিকাংশ বাড়ি শত বছরের পুরনো | যেকোনও মুহূর্তে ভেঙে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে | এই সমস্ত বাড়িগুলি বাঁচানো ছিল অন্যতম লক্ষ্য | পাশাপাশি করোনা মহামারির মধ্যে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র আশ্রয় দেওয়ার কাজটাও অত সহজ ছিল না | তবে প্রকল্পের কাজ করা কর্মী-আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের জেরেই এই সাফল্য পেতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *