প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার নন্দীগ্রামে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড় | বিএসএফের হেলিকপ্টারে করে যাবেন তিনি | ভোটের পর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একাধিক জায়গায় গোলমালের অভিযোগ ওঠে | ভোটের ফল প্রকাশের দিন থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় সেখানে| এবার সেই সমস্ত এলাকা ঘুরে দেখবেন রাজ্যপাল | তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতেই তাঁর এই সফর | জগদীপ ধনখড়ের কথায়, “রাজ্যের পরিস্থিতি খুব খারাপ, উদ্বেগজনক | যা ভেবেছিলাম তার থেকেও বেশি খারাপ পরিস্থিতি | অসম বা অন্য কোনও রাজ্যে এমন হিংসা নেই | বাংলায় একমাত্র এরকম পরিস্থিতি| আইনকানুন বলে কিছুই নেই এখানে |”
এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় টুইট করে রাজ্যপাল জগদীপ ধনখড় জানান, ১৫ মে নির্বাচনী হিংসা কবলিত নন্দীগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন| সকাল ৯টা ১৫ বিএসএফের হেলিকপ্টারে নন্দীগ্রামের উদ্দেশে রওনা দেবেন | ঘুরে দেখবেন দক্ষিণ কেন্দামারি, বঙ্কিম মোড়, চিল্লাগ্রাম, নন্দীগ্রাম বাজার, টাউন ক্লাব ও সংলগ্ন এলাকা | এমনকী এলাকা পরিদর্শনের পর জানকীনাথ মন্দিরেও যাবেন রাজ্যপাল, সেখানে পুজো দেবেন তিনি | রাজ্যপালের এমন জেলাসফর রীতি ও প্রথার পরিপন্থী, তা জানিয়ে আগেই রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী| পাল্টা চিঠি দিয়ে জেলা সফরে বেরিয়ে পড়েছেন রাজ্যপাল| ইতিমধ্যেই অভিযোগ উঠেছে কোচবিহারে বেছে বেছে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতেই গিয়েছেন তিনি | শীতলকুচি ও দিনহাটায় যাওয়ার পথে তাঁকে করে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো-ব্যাক স্লোগানও তোলেন স্থানীয় বাসিন্দারা |