Breaking News

৭০টির বদলে রাজ্যকে মাত্র ৪টি অক্সিজেন প্লান্ট! অক্সিজেন প্লান্টের সঙ্কট মেটাতে মোদীকে মমতার চিঠি

দেবরীনা মণ্ডল সাহা :- রাজ্যে অক্সিজেন সঙ্কট নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এবার রাজ্যে পিএসএ অক্সিজেন প্লান্ট বসানো নিয়ে কেন্দ্রের গাফিলতির দিকে আঙুল তুলে নরেন্দ্র মোদীকে চিঠি রাজ্যের প্রশাসনিক প্রধান | চিঠিতে তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গের ৭০ টি পিএসএ প্লান্ট পাওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত মাত্র ৪টি প্লান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র | রাজ্যে অক্সিজেনের ঘাটতি মেটাতে এই পিএসএ প্ল্যান্টের অনুমোদনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন তিনি |প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, রাজ্যকে করোনা মোকাবিলায় ৭০ টি প্রেসার অবজার্ভিং অক্সিজেন প্লান্ট ওরফে পিএসএ প্ল্যান্ট বসানোর কথা দিয়ে মাত্র ৪ টির অনুমোদন দিয়েছে | কেন্দ্রের তরফে রাজ্যের প্রতি এই ব্যবহার কেন? প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী | করোনা মোকাবিলায় গোটা দেশে অক্সিজেনের পিএসএ প্ল্যান্ট বসানোর সম্মতি দেয় কেন্দ্র| এই প্ল্যান্টগুলি বাতাস থেকে সরাসরি অক্সিজেন তৈরি করতে পারে বলে জানা যায় | সেই রকম প্ল্যান্ট রাজ্যে ৭০ টি বসানোর কথা ডিআরডিও ও এনএইচআই- এর| কিন্তু প্রতিশ্রুতিই সার ৭০ টির জায়গায় চারটি প্ল্যান্ট তৈরি করেছে কেন্দ্র | যার জেরে বেজায় ক্ষুধ্ব মুখ্যমন্ত্রী | তিনি চিঠিতে অভিযোগ জানিয়েছেন, কেন্দ্র রাজ্যের সঙ্গে সমন্বয় করে কাজ করছে না | এতগুলো প্ল্যান্টের প্রতিশ্রুতি দিয়ে মাত্র ৪ টি প্ল্যান্ট কেন? বাকী গুলি কখনও পাওয়া যাবে, সেই বিষয়ে অন্ধকারে আমরা |তিনি এও জানিয়েছেন, ‘কেন্দ্র যেন রাজ্যের প্রতি মানবিক হয় | এই কঠিন সময়ে কেন্দ্রের এজেন্সিগুলি যেন দায়িত্ব নিয়ে কাজটি করে | কেন্দ্রের টালবাহানার জন্য রাজ্যে নিজের খরচে বানানো প্ল্যান্টগুলির কাজও আটকে রয়েছে,’ বলে চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *