দেবরীনা মণ্ডল সাহা :- রাজ্যজুড়ে কার্যত লকডাউন চলছে | আর এই পরিস্থিতিতেও বেপরোয়া হয়ে উঠলেন বিজেপির তিন বিধায়ক | লকডাউনের প্রথম দিনে ধর্ণায় বসে গ্রেফতার বিজেপির তিন বিধায়ক | বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রেফতার করা হল বিজেপির তিন বিধায়ককে | জানা গেছে,রবিবাসরীয় সকালে শিলিগুড়ির হাসমি চকে ধর্ণায় বসেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায় এবং আনন্দময় বর্মন | লকডাউন আইন ভেঙে তাঁরা রাস্তায় প্রতিবাদ দেখাতে থাকেন |দীর্ঘক্ষণ বসে থাকায় পুলিশে খবর যায় | বিধায়কদের বক্তব্য, শিলিগুড়ি পৌরসভায় চেয়ারম্যান পদে রয়েছেন গৌতম দেব | নির্বাচনে হেরে গিয়ে কীভাবে মনোনীত হচ্ছেন? শিলিগুড়ির জয়ী জনপ্রতিনিধিদের সরকারি কোনও বৈঠকেও ডাকা হচ্ছে না | পুলিশ এইসব শুনতে নারাজ | তাই লকডাউন ভাঙার আইনে তাঁরা এই তিন বিধায়ককে গ্রেফতার করেছে |পুলিশ সূত্রে খবর, প্রথমে বিধায়কদের সঙ্গে কথা বলা হয় | করোনা পরিস্থিতিতে ধর্ণা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয় | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় | জনপ্রতিনিধি হয়ে সরকারি নির্দেশ না মানলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে বলেও বোঝানো হয় তাঁদের | কিন্তু নিজেদের অবস্থানে অনড় থাকেন তাঁরা | পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে | তখন তিন বিধায়ককে গ্রেফতার করে পুলিশ | তাঁদের থানায় নিয়ে যাওয়া হয় | এ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা শিলিগুড়ির পৌর প্রশাসনের দায়িত্বে থাকা গৌতম দেব বলেন, “বিজেপি বিধায়কদের লজ্জা নেই | সস্তায় পাবলিসিটি কুড়োতেই ওঁরা লকডাউন ভেঙে রাস্তায় বসে পড়ছেন |”