প্রসেনজিৎ ধর, হুগলি :- ফের করোনা চিকিৎসার নামে অমানবিক আচরণের পরিচয় দিল কলকাতার এক বেসরকারি নার্সিংহোম | ২৪ দিনে চিকিৎসার খরচ ১৩ লক্ষ টাকা | শুনে রীতিমতো বিস্মিত উত্তরপাড়ার যুবকের পরিবারের লোকজন | আর সেই টাকা দিতে না পারায় উত্তরপাড়ার ওই মৃত যুবকের দেহ আটকে রাখলো কলকাতার ওই বেসরকারি নার্সিংহোম এমনটাই অভিযোগ পরিবারের |
বেলাগাম করোনা | রাজ্যে দৈনিক বাড়ছে আক্রান্তর সংখ্যাও| গত ২২ এপ্রিল উত্তরপাড়া দারিক জঙ্গল রোডের ২৭ বছরের যুবক মিলন নাথ করোনা আক্রান্ত হয়ে কলকাতার তপসিয়া রোডের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয় |আজ দুপুরে মারা যান করোনা আক্রান্ত ওই যুবক | যুবকটি মারা যাওয়ার পর নার্সিংহোমের তরফে দাবি করা হয় ২৪ দিনের করোনা আক্রান্তর চিকিৎসা খরচ ১৩ লক্ষ টাকা | যা শুনে রীতিমতো চক্ষু চরকগাছ পরিবারের লোকেদের | শুধু তাই নয়,নার্সিংহোমের তরফে জানানো হয় বকেয়া বিল পুরোটা না মেটালে মৃত যুবককে ছাড়া হবে না | শুধু তাই নয় পরিবারের লোকেদের অভিযোগ চিকিৎসাধীন থাকাকালীন রোগীর পরিবারকে বলা হয়েছিলো রোগী ঠিক আছে, তারপরে রোগীর এই মর্মান্তিক পরিণতি |
মৃত যুবকের কাকার অভিযোগ,মেডিক্লেমের টাকা এবং যতটুকু সামর্থ ছিল সেই অনুযায়ী টাকা দেওয়া হয়েছে | তিনি আরও জানান হাসপাতাল কর্তৃপক্ষ এত টাকা বিল করেছে তা পরিবারের ভাবনার অতীত|
এ বিষয়ে এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তাপস মুখার্জি বলেন,এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি ভাবনা চিন্তা করতে | তিনি বলেন ওই দুঃস্থ পরিবারের পক্ষে এই টাকা মেটানো সম্ভব নয় | দেহ না ছাড়লে তিনি ওই পরিবারকে প্রশাসনের দ্বারস্থ হতে বলেন | দরকার হলে লোকাল থানা, কাউন্সিলরকে পুরো বিষয়টি জানানোর কথাও বলেন | যদিও এই বিষয়ে ওই বেসরকারি নার্সিংহোমের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি |