বাবলু প্রামাণিক,দক্ষিণ ২৪ পরগণা :-ফুটপাথবাসী সাধারণ মানুষ থেকে অসংখ্য ভিক্ষুকদের মুখে খাবার তুলে দিচ্ছেন দক্ষিণ ২৪ পরগণার মঠেরদিঘী পল্লী সেবাসদন নামে জীবনতলা থানা এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থা | সংস্থার অন্যতম সদস্য দৈহিকভাবে প্রতিবন্ধী খোকন মন্ডল | করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত সমগ্র দেশ তথা রাজ্য| চলছে লকডাউন | সমস্ত যানবাহন সহ লোকাল ট্রেন চলাচল বন্ধ |লকডাউনের জন্য বিপাকে পড়েছেন অসহায় ফুটপাথবাসী সাধারণ মানুষ থেকে অসংখ্য ভিক্ষুকরা | কারণ ট্রেন সহ অন্যান্য যানবাহন সচল থাকলে তাঁরা ভিক্ষা বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন | বর্তমানে লকডাউনের জেরে তাঁরা অনাহারে,কখনও বা অর্ধাহারে দিন যাপন করছেন | এমত অবস্থায় অসহায় মানুষের কথা ভেবে এগিয়ে এসেছে দক্ষিণ ২৪ পরগণার মঠেরদিঘী পল্লী সেবাসদন নামে জীবনতলা থানা এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থা | সংস্থার অন্যতম সদস্য দৈহিকভাবে প্রতিবন্ধী খোকন মন্ডলের উদ্যোগে শুরু হয়েছে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে রান্না করা খাবার দেওয়ার প্রক্রিয়া |
প্রতিবন্ধী যুবকের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষজন | বুধবার দুপুরে ক্যানিং ষ্টেশন,তালদি ষ্টেশন ও মাতলা ব্রীজ সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় ৪০ জন অসহায়ের হাতে রান্না করা খাবার তুলে দিয়েছেন খোকন | এমন উদ্যোগ প্রসঙ্গে খোকন জানিয়েছে “বিগত দিনে লকডাউন এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম| বর্তমান আবার লকডাউন শুরু হওয়ায় অসহায় মানুষজন মহাবিপাকে পড়েছেন | তাঁদের কথা চিন্তা করে বাড়িতে বসে না থেকে তাদেরকে আবার সহযোগিতা করার মাঠে নেমে কাজ শুরু করেছি | যতদিন লকডাউন চলবে ততদিন যাবৎ আমরা ৪০ জন অসহায় মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেবো |