বাবলু প্রামাণিক ,দক্ষিণ ২৪ পরগণা :-এবার স্টাফ স্পেশাল ট্রেনে চিরুনী তল্লাশি অভিযান চালাল আরপিএফ | করোনার দ্বিতীয় পর্যায়ের ঢেউ অব্যাহত | প্রতিনিয়ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে।করোনাকে প্রতিহত করতে রাজ্য সরকার আবার ও লকডাউন জারী করেছে | লকডাউনের জেরে গত ৬ মে থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ রয়েছে| যদিও রেল দফতর লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখলেও স্টাফ স্পেশাল ট্রেন চালু রেখেছে,রেলপুলিশ ও রেল কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য | স্টাফ স্পেশালে রেলের কর্মচারী ছাড়া অন্য কেউ উঠতে পারছিলেন না | আর লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যা পড়েছিলেন করোনা যোদ্ধা অসংখ্য স্বাস্থ্যকর্মীরা | তাঁদের যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছিল | এমত অবস্থায় স্বাস্থ্যকর্মীরা যাতে করে স্টাফ স্পেশাল ট্রেনে চড়ে যাতায়াত করতে পারেন,তার জন্য রাজ্য সরকার পূর্ব রেলকে অনুরোধ জানিয়েছিল | সেই অনুরোধকে মান্যতা দিয়ে পূর্বরেল স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য ছাড়পত্র দিয়েছিল ১০ মে | সেই ছাড়পত্র অনুযায়ী ১২ কামরার স্টাফ স্পেশাল ট্রেনের মাঝখানের চারটি কামরা বরাদ্দ করে পূর্বরেল | ১১ মে থেকে স্টাফ স্পেশাল ট্রেনে দিব্যি যাতায়াত করছিলেন স্বাস্থ্য কর্মীসহ রেলের কর্মচারীরা | অভিযোগ দু-চার দিন পর থেকেই রেল পুলিশের নজর এড়িয়ে অবৈধ যাত্রীরা স্টাফ স্পেশাল ট্রেনে চড়ে যাতায়াত করছিল| এমন খবর রেল পুলিশের কাছে আসছিল প্রতিনিয়ত | পাশাপাশি স্টাফ স্পেশাল ট্রেনে অবৈধ যাত্রীদের আনাগোনায় শঙ্কা বাড়িয়েছিল স্বাস্থ্যকর্মীদের মধ্যে | ঘটনার ভয়াবহতা বুঝেই রেলরক্ষী বাহিনী কোমর বেঁধে মাঠে নামেন | অবৈধ যাত্রীদের ঠেকাতে প্রতিটি স্টাফ স্পেশাল ট্রেনে শুরু করে চিরুনী তল্লাশি অভিযান |
স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্র দেখেই তবেই ট্রেনে চড়ার জন্য ছাড়পত্র দেওয়া হয় | রেলরক্ষী বাহিনীর এমন কড়াকড়িতে খুশি স্বাস্থ্যকর্মীরা | স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াতকারী স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন “রেলরক্ষী বাহিনীর কড়াকড়িতে সাধারণ মানুষ স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে না পারায় আতঙ্ক কমেছে | রেলরক্ষী বাহিনী প্রতিনিয়ত চিরুনী তল্লাশি অভিযান জারী রাখায় আমাদের যাতায়াত আরও সুগম হবে |”