প্রসেনজিৎ ধর :- রাজ্যে ক্রমশই চওড়া হচ্ছে করোনার থাবা | কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নদিয়ার শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অজয় দে| দীর্ঘদিন ধরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি | শুক্রবার সকালেই প্রাণহানি হয় তাঁর | দিন ১৫ আগে তাঁর শারীরিক অসুস্থতার কারণে তিনি শান্তিপুর হাসপাতালে কোভিড টেস্ট করান | সেখানেই তাঁর সংক্রমণ ধরা পড়ে | এর পর বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি | দিন কয়েক আগে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় | সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য | দিন কয়েক ধরে তিনি সেখানেই ভেন্টিলেশনে ছিলেন | শুক্রবার সকালে তিনি প্রয়াত হন | অজয়বাবু ছিলেন কংগ্রেসের নেত,হয়েছিলেন বিধায়কও | কংগ্রেসের হাত ধরেই হয়েছিলেন নদিয়া জেলার শান্তিপুর পুরসভার পুরপ্রধানও| ১৯৯১ সাল থেকে ২০১৬ সাল অবধি টানা আড়াই দশক শান্তিপুরের বিধায়ক ছিলেন অজয়বাবু | ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ছিলেন কংগ্রেসের বিধায়ক | সেই বছরই তিনি যোগ দেন তৃণমূলে | বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে উপনির্বাচনের মাধ্যমে জিতে ফের বিধায়ক হন তিনি | সেই শেষ জয়|২০১৬ সালে তৃণমূল তাঁকে শান্তিপুর থেকে টিকিট দিলেও তাঁকে পরাস্ত হতে হয় বাম-কংগ্রেস জোটের কাছে | ২০২১শের বিধানসভা নির্বাচনে তৃণমূল আবার তাঁকে প্রার্থী করে শান্তিপুর থেকে | কিন্তু এবারেও জয় আর আসেনি | হার মানতে হয়েছে বিজেপির কাছে | আর এবার তো কোভিডের কাছে হার মানতে হল | যদিও রাজ্য সরকার তাঁকে শান্তিপুর পুরসভার প্রশাসক পদে বসিয়েছিল | এবার সেখান থেকেও ৬৮ বছর বয়সেই ছুটি নিয়ে নিলেন তিনি | প্রবীণ এই নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া |