Breaking News

ভবানীপুরের বিধায়ক পদে ইস্তফা শোভনদেব চট্টোপাধ্যায়ের ,ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়বেন মমতা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজই ভবানীপুরের বিধায়ক পদ ছাড়লেন শোভনদেব চট্টোপাধ্যায় | দলের সিদ্ধান্ত মেনেই শুক্রবার দুপুর সওয়া ২টো নাগাদ বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি |তৃণমূল সূত্রে খবর, ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে লড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরলেও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন মমতা | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র ছেড়ে দিতেই এমন সিদ্ধান্ত বলে উল্লেখ করলেন বর্ষীয়ান এই বিধায়ক | আজ শুক্রবার বিধানসভায় পদত্যাগ করতে যাওয়ার পথে তিনি জানিয়েছেন, দলনেত্রীকে ভবানীপুর কেন্দ্র ছেড়ে দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত | তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৬ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে আসতে হবে | তাঁর নিজের কেন্দ্র থেকে আমি জিতেছিলাম | আর মমতার মুখ্যমন্ত্রী থাকাটা আমাদের ও আমাদের দলের অস্থিত্বের প্রশ্ন | সেই প্রশ্ন যখন সামন এসেছে, তখনই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি |’ তিনি আরও জানান, রাজনৈতিক কেরিয়ারের শুরুর দিকে তিনি বারুইপুর কেন্দ্র থেকে লড়েছিলেন, তখন ওই কেন্দ্র চিনতেন না তিনি | পরে তাঁকে রাসবিহারী কেন্দ্রে টিকিট দেওয়া হয় | আর এবার ভবানীপুর| কোনোদিনই প্রতিবাদ করেননি বলে উল্লেখ করেন শোভনদেব| তিনি বলেন, ‘এর জন্য কোনও আক্ষেপ নেই | আমি দলের দীর্ঘদিনের অনুগত সৈনিক |’

তাঁর রাজনৈতিক ভবিষ্যত কী হবে, সে ব্যাপারে মমতা সিদ্ধান্ত নেবেন বলে উল্লেখ করেন তিনি | এদিন বিধানসভার অধ্যক্ষের কাছে যখন শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ পত্র জমা দেন, তখন তাঁর পাশেই ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় | অন্য দিকে তৃণমূল সূত্রে খবর শোভনদেবকে রাজ্যসভায় নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা রয়েছে | প্রসঙ্গত,এর আগে ২০১১ সালে যখন মমতা বন্দোপাধ্যায় বামেদের হারিয়ে রাজ্যের শাসন ভার গ্রহণ করেছিলেন, উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে ৪৯,৯৩৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন মমতা | ওই ভবানীপুর আসনটি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে বিধানসভায় নির্বাচনে লড়াই করেছিলেন | বাম এবং কংগ্রেসের জোট প্রার্থী হয়ে সেবার ভোটে লড়াই করেছিলেন দীপা দাশমুন্সি | দিদি বনাম বৌদির সেই লড়াইতে শেষ হাসি হেসেছিলেন মমতাই | মমতা জয় পেয়েছিলেন ২৫,৩০১ ভোটে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *