Breaking News

নারদ মামলায় চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন, দুই বিচারপতির মতভেদে জটিলতা!জেল হেফাজত থেকে রেহাই, চার জনকে থাকতে হবে গৃহবন্দি

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নারদ মামলায় চার হেভিওয়েট নেতার আপাতত স্বস্তি | কলকাতা হাইকোর্টে জামিন মঞ্জুর না হলেও, তাঁরা গৃহবন্দি অবস্থায় থাকবেন | জামিন পাবেন কিনা, তা বিচার করবে বৃহত্তর বেঞ্চ | দ্রুত বেঞ্চ গঠন করে শুনানি শুরুর আবেদন অভিযুক্তদের আইনজীবীদের| তবে এই সংক্রান্ত নির্দেশ নিয়ে মতভেদ রয়েছে দুই বিচারপতির | তবে বাড়ি থেকেই প্রশাসনিক কাজ করতে পারবেন পরিবহন মন্ত্রী তথা পুর প্রশাসক ফিরহাদ হাকিম ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় | ৪ হেভিওয়েটের জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায় | এই নির্দেশের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ফলে জেল হেফাজত থেকে মুক্তি পেলেও থাকতে হবে গৃহবন্দি অবস্থায় | নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত থাকতে হবে গৃহবন্দি অবস্থায় | এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা | বৃহস্পতিবার নারদ মামলা হাইকোর্টে শুনানি স্থগিত থাকে | শুক্রবার শুনানির শুরুতেই নাটকীয় মোড় নেয় নারদ মামলা | প্রথমে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন | কিন্তু তাদের রাজি হননি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল | এরপরেই তাদের গৃহবন্দি অবস্থায় তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় আদালতে তরফে | পরবর্তী সওয়াল-জবাবে বৃহত্তর বেঞ্চ গঠনের আবেদন করা হয়। পরবর্তী বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত ৪ হেভিওয়েটকে গৃহবন্দী রেখেই তদন্ত চলবে | এক বিচারপতি জামিনের কথা বললেন | অন্যজনের মত গৃহবন্দি রাখার পক্ষে | নারদ মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চে দুই বিচারপতির মতপার্থক্য তৈরি হয় | বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় অভিযুক্তদের জামিনের পক্ষে ও বিচারপতি বিন্দল গৃহবন্দি করার পক্ষে| এই অবস্থায় উচ্চতর বেঞ্চে মামলা নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় | আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘দুই বিচারপতির মতভেদ হলে তৃতীয় বিচারপতির কাছে যাবে মামলা | এটাই হওয়া উচিত |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *