Breaking News

চার নেতাকে গৃহবন্দি করার নির্দেশ, গৃহবন্দি থেকেই সব সরকারি কাজ করতে পারবেন দুই মন্ত্রী, নির্দেশ হাইকোর্টের!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- আপাতত নারদ মামলায় ধৃত চার নেতাকে গৃহবন্দি করার নির্দেশ দিল হাইকোর্ট | বাড়ি থেকেই প্রশাসনিক কাজ করতে পারবেন পরিবহন মন্ত্রী তথা পুর প্রশাসক ফিরহাদ হাকিম ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় | বাড়িতে বন্দি থেকেই রাজ্যের দুই মন্ত্রী যাবতীয় সরকারি কাজ করতে পারবেন | তবে পুরোটাই ভার্চুয়াল কাজ করতে পারবেন | শারীরিককভাবে বাড়ির বাইরে বেরোতে পারবেন না তাঁরা | কোনও সরকারী আধিকারীক তাঁদের বাড়িেত গিয়ে দেখা করতে পারবেন না | কারণ আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজ্যে দুই মন্ত্রীর হাতে করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক দায়িত্ব রয়েছে | তাঁরা জেলে থাকলে রাজ্যের করোনা মোকাবিলার কাজ ব্যহত হতে পারে| ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় দুজনের হাতেই রাজ্যের করোনা মোকাবিলার একাধিক দায়িত্ব রয়েছে |এরপরই ধৃতদের পক্ষের আইনজীবীরা বলেন, ফিরহাদ হাকিমের সই ছাড়া বহু কাজ আটকে থাকবে | পরিস্থিতি বিবেচনা করে আদালতের তরফে বলা হয়েছে, কোভিড মোকাবিলায় ভার্চুয়ালি বৈঠক করতে পারবেন ফিরহাদ হাকিম | কোনও ফাইল সইয়ের ক্ষেত্রে তাঁর বাড়িতে পাঠাতে হবে | কেউ ব্যক্তিগতভাবে ফিরহাদের সঙ্গে বৈঠক করতে চাইলে সেক্ষেত্রেও একমাত্র পথ ভিডিও কনফারেন্স | কোনও পরিস্থিতিতেই সশরীরে বাইরে যেতে পারবেন না তিনি | নারদ কাণ্ডে ধৃতদের জামিন নিয়ে তৈরি হয়েছে জট| কারণ, জামিন নিয়ে সহমত হননি দুই বিচারপতি | সেই কারণে জামিন মামলা যাচ্ছে বৃহত্তর বেঞ্চে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *