দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনার মাঝে গোদের উপর বিষফোঁড়া হয়ে উঠেছে ব্ল্যাক ফাঙ্গাস | চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় মিউকোরমাইকোসিস নামে চিহ্নিত এই ছত্রাক-ঘটিত রোগ | ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে এই কালো ছত্রাক | এই সংক্রমণে কলকাতার শম্ভুনাথ হাসপাতালে প্রাণও হারিয়েছেন ৩২ বছরের যুবতী| আর এবার এই সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার |‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ জানিয়েছে, সাধারণত খাবার, মাটি এবং বাতাস থেকেই এই সংক্রমণ মানুষের শরীরে ছড়ায় | বঙ্গবাসীকে সতর্ক করতে স্বাস্থ্যদফতরের তরফে জারি করা হল নতুন গাইডলাইন | কী রয়েছে এই গাইডলাইনে? জানানো হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ এড়াতে মাস্কের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি | বিশেষ করে যে সমস্ত এলাকা কিংবা নির্মাণস্থলে বেশি ধুলোবালি রয়েছে, সেসব জায়গায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে |
মাস্ক ছাড়া সেখানে যাওয়ার প্রশ্নই নেই | আবার বাগানে বা মাটি নিয়ে কাজ করলে, পা ঢাকা জুতো, লম্বা ঝুলের ট্রাউজার বা প্যান্ট, ফুলহাতা শার্ট এবং গ্লাভস পরা জরুরি | পাশাপাশি সাধারণ স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে |কোভিডে আক্রান্ত হয়েছেন ও ডায়াবেটিক রোগীদের শরীরেই কালো ছত্রাক বেশি করে হানা দিচ্ছে| তাই তাঁদের রক্তে গ্লুকোজের মাত্রার দিকে নজর রাখতে হবে | স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহারেও সতর্কতা জারি করা হয়েছে | উপসর্গ হিসাবে দেখা যাচ্ছে নাক বন্ধ কিংবা নাক থেকে কালো, লাল কিংবা বাদামি রঙের দল জল/সর্দি বেরোলে, মুখের কোনও অংশে ব্যথা হলে কিংবা নাকের ওপরে কালো কোনও ছোপ পড়লে, দাঁতে কিংবা মাড়িতে ব্যথা হলে, সঙ্গে জ্বর, গায়ে ব্যথা, শ্বাসকষ্ট | বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ফাঙ্গাস মাটিতে থাকে | কিন্তু শরীরে প্রতিরোধ ক্ষমতা কমে গেলে তা মানুষের শরীরকে আক্রমণ করে | প্রসঙ্গত , করোনা অতিমারী আবহেই দেশে একাধিক রাজ্যে কালো ছত্রাকের হানায় বেড়েছে উদ্বেগ | প্রথমে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী বলে ঘোষণা করেছিল রাজস্থান সরকার | পরে একই পথে হাঁটে তেলেঙ্গানাও | তারপরই দেখা যায়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও রাজ্যগুলিকে এই সংক্রমণকে মহামারীর আওতায় ফেলারই নির্দেশিকা জারি করে |