নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-নারদ মামলায় প্রথমে জামিনে স্থগিতাদেশ দেওয়ার পর প্রেসিডেন্সি জেলে গেলেও অসুস্থতা বোধ করায় শোভন চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয়েছিল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে | কিন্তু সেখানে সিবিআই হেফাজতের থেকেও খারাপ অবস্থায় শোভন চট্টোপাধ্যায়কে থাকতে হচ্ছে বলে এবার অভিযোগ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের | চিকিৎসকরা কিছুতেই ছাড়ছেন না, কিন্তু শোভন চট্টোপাধ্যায়কে আজকেই বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে অনড় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় | বৈশাখীর অভিযোগ প্রসঙ্গে পাল্টা তোপ দেগেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ|বৈশাখীর কথায় ,‘বিভিন্ন পরীক্ষার নাম করে শোভন চট্টোপাধ্যায়কে জোর করে আটকে রাখা হয়েছে এসএসকেএমে | সামান্য সুগার-প্রেশার পর্যন্ত সকাল থেকে দেখা হয়নি |’
রাগে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় | বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার মনে হয় শোভনবাবু যদি এখন বলেন উনি পর্ণশ্রীর বাড়িতে ফিরতে চান, তবে এসএসকেএম ও জেল কর্তৃপক্ষ রাজি হয়ে যাবে |কেউ মন্ত্রী বলে সে বাড়ি যেতে পারবে ও সাধারণ নাগরিক বলে বাড়ি যাওয়ার অধিকার নেই এটা খুবই দুর্ভাগ্যজনক|” বৈশাখী তোপ দেগে বলেছেন, “সিবিআই হেফাজতেও শোভনকে এতটা হেনস্থা হতে হয়নি যতটা এসএসকেএম হাসপাতালে হতে হয়েছে | লিভার সিরোসিসের যে তত্ত্ব হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তুলে ধরা হয়েছে শোভনের সেই ধরনের কোনও সমস্যাই নেই বলে দাবি করেছেন বৈশাখী | এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শোভন বৈশাখীকে আক্রমণ করে বলেছেন,’ পরিষ্কার জানাতে চাই, এই ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই, তৃণমূল তো ত্রিসীমানাতেই নেই |’ কুণাল ঘোষ আরও বলেন, ‘শোভনবাবু অসুস্থ বলেই জেলে পাঠানো হয়েছিল | আর এখন হঠাৎ নিজেই বলছেন সুস্থ | উনি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন | শোভনবাবু তাঁর মামারবাড়ির বাগানে পায়চারি করছে না, নিয়ম বলছে, রিস্ক বন্ড সই করার জায়গায় তিনি নেই |’ কুণাল ঘোষের আরও বক্তব্য, কে ওই মহিলা হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন? হাসপাতালে সুপার কি মধুচক্র করছেন?পরে কুণাল ঘোষকে নিশানা করে শোভন চট্টোপাধ্যায়ের তোপ, ‘ক্লাস টেন পাস, হনুমানের মতো লঙ্কা পুড়িয়ে দুর্ভাগ্যজনক মন্তব্য করছেন | বৈশাখী সম্পর্কে মন্তব্যের আগে, তাঁর নখের যোগ্য হোন |’