দেবরীনা মণ্ডল সাহা :- ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগে ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কম হয়, প্রাণহানির ঘটনা যাতে না ঘটে, সেই সমস্ত বিষয়ের কথা ভাবনা-চিন্তা করে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের কথা সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল | দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং ইস্ট কোস্ট রেলওয়ের পক্ষ থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে | মূলত যে সমস্ত ট্রেন গুলি হাওড়া-চেন্নাই রুট ধরে দক্ষিণ ভারতের দিকে যায় অথবা দক্ষিণ ভারতের দিক থেকে পূর্ব ভারতের উদ্দেশে আসে মূলত সেই সমস্ত ট্রেন গুলিকে বাতিল ঘোষণা করা হয়েছে | এমনকি ২৪ মে এবং ২৯ মে প্রায় ২৫ টি ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে |
একটি বিবৃতি পেশ করে এই তথ্য প্রকাশ করেছে রেলওয়ে |এছাড়া হাওড়া খড়গপুর রুট যে সমস্ত ট্রেন পশ্চিম ভারতের উদ্দেশে যায় সেই সমস্ত রুটের একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে |
দক্ষিণ পূর্ব রেল যে সমস্ত ট্রেন বাতিল করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেনের তালিকা
হাওড়া-ভুবনেশ্বর (বাতিল ২৫-২৭ মে)
হাওড়া-পুরি (বাতিল ২৫-২৭ মে)
হাওড়া-যশবন্তপুর (বাতিল ২৫ ও ২৬ মে)
হাওড়া-কন্যাকুমারী (২৪ মে বাতিল)
হাওড়া-সেকেন্দ্রাবাদ (বাতিল ২৪-২৬ মে)
হাওড়া- চেন্নাই (বাতিল ২৪-২৬ মে)
হাওড়া-তিরুচিরাপল্লী (বাতিল ২৫ মে)
হাওড়া-পুডুচেরি (বাতিল ২৬ মে)
হাওড়া-হায়দ্রাবাদ (বাতিল ২৫-২৭ মে)
হাওড়া-ভাস্কোদাগামা (বাতিল ২৫ এবং ২৭ মে)
হাওড়া-মহীশূর (বাতিল ২৮ মে)
হাওড়া-এর্নাকুলাম (বাতিল ২৯ মে)
হাওড়া-আমেদাবাদ (বাতিল ২৫ ও ২৬ মে)
হাওড়া মুম্বাই ছত্রপতি শিবাজী টার্মিনাস (বাতিল ২৫,২৬ মে)
হাওড়া রাঁচী (বাতিল ২৫,২৬ মে)
শালিমার গোরখপুর (বাতিল ২৪ মে)
শালিমার পাটনা (বাতিল ২৪ এবং ২৬ মে)
হাওড়া চক্রধরপুর (বাতিল ২৬ থেকে ২৭ মে)
এছাড়া একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন রয়েছে যেগুলি দক্ষিণ-পূর্ব রেলের উপর দিয়ে যায় সেগুলিও থাকবে বাতিল
নিউ দিল্লী-পুরি
আনন্দবিহার-ভুবনেশ্বর
পুরি-হাতিয়া
তিরুবনন্তপুরম-শিলচর
গুয়াহাটি-যশবন্তপুর
ইস্ট কোস্ট রেলের পক্ষ থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে | পুরি এবং ভুবনেশ্বর থেকে যে সমস্ত ট্রেন গুলি ছাড়ে কিংবা ওই স্টেশনের ওপর দিয়ে যায় সেই সমস্ত ট্রেন বাতিল থাকবে |