দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের মা উড়ালপুলের ওপর দুর্ঘটনা | করোনা মোকাবিলায় রাজ্যে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কারফিউ| এই পরিস্থিতিতেও রাতের শহরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা | মা উড়ালপুলে নিয়ন্ত্রণে হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল গাড়ি | গুরুতর জখম হয়েছেন চালক | তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে |
পুলিশ সূত্রে খবর, রবিবার সাড়ে আটটা নাগাদ পার্ক সার্কসগামী একটি সুইফট ডিজায়ার গাড়ি বাইপাসের দিক থেকে আসছিল | প্রচণ্ড গতিতে গাড়িটি মা উড়ালপুলের ৪ নম্বর ব্রিজের ওপর বামপাশের দেওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় রাস্তায় | দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় | প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না | কর্তব্যরত পুলিশ আধিকারিকরাই ওই চালককে উদ্ধার করেন | তাঁকে পাঠানো হয় হাসপাতালে | দুর্ঘটনায় আহত গাড়ি চালক মদ্যপ ছিলেন কিনা তা স্পষ্ট নয়| খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কড়েয়া থানার পুলিশ | গাড়িটিকে আটক করে ক্রেন দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে| ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ | তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।কীভাবে দুর্ঘটনা ঘটল? চালক কি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন? তদন্তে নেমেছে পুলিশ | দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ ও স্পিড মিটার খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে |