Breaking News

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত ক্যানিং, আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ গ্রেফতার আট

বাবলু প্রামাণিক ,দক্ষিণ 24পরগনা:- ভোট এগিয়ে আসতেই দফায় দফায় দেখা গিয়েছে গোষ্ঠীদ্বন্দ। আর মারামারির জেরে এবার উত্তপ্ত পরিস্থিতি ক্যানিং-এ। সোমবার সকাল থেকে দফায় দফায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইটখোলা অঞ্চলের গোলাবাড়ি এলাকা। এই ঘটনায় এখনো পর্যন্ত জখম হয়েছে ৬ জন। জখমদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা সীমা মাঝি সহ আর ২ জনকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করেছেন। বাকি আহতরা সকলেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, রবিবার ক্যানিং রেল মার্কটে তৃণমূল কংগ্রেসের জনসভায় আসাকে কেন্দ্র করে যুব তৃণমূল এবং মাদার তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে বচসা বাঁধে। আর এই বচসার জেরে পরের দিন সকাল ১০ টা নাগাদ যুব তৃণমূল কংগ্রেসের কর্মী দেব প্রসাদ মাঝিকে বেধড়ক মারধর করে মাদার তৃণমূল কংগ্রেসের বেশ কয়েক জন কর্মী। এরপরেই যুব তৃণমূলের কর্মীদের সঙ্গে মাদার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বচসা তুঙ্গে ওঠে। শুরু হয় ইট বৃষ্টি, গুলি, বোমা। যদিও এই ঘটনার পরে মঙ্গলবার সকাল থেকে গোলাবাড়ি বাজারের প্রায় সব দোকানপাট বন্ধ, চলছে বিশাল পুলিশবাহিনী টহল দারি। পুলিশ এই ঘটনায় চিরুনি তল্লাশি চালিয়ে আপাতত ৮ জন কে গ্রেফতার করেছে। ধৃতদের নাম আতিকুল লস্কর, হায়দার সেখ, মাসুম মোল্লা, হাসাম সেখ, আনিচুল মোল্লা, শান্তি মিস্ত্রী, রাজিবুল ইসলাম লস্কর, হাসান মোল্লা। কিন্তু ধৃতদের মধ্যে একজন নাবালক এবং একজন মহিলা। ইতিমধ্যেই ধৃতদের এক জনের কাছ থেকে ১ টি দেশী বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতদের আলিপুর কোর্টে তোলা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *