নিজস্ব সংবাদদাতা :- নির্বাচন কাছে আসতেই বারংবার বোমা উদ্ধারের ঘটনায় খবরের শিরোনামে আসছে মুর্শিদাবাদ | এবার কলাবাগান থেকে তিন ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রানীনগরে | জানা গেছে, রানীনগর এলাকার স্থানীয়রা প্রত্যেকদিনের মতো এদিনও কাজ করতে যাওয়ার সময় রানীনগরের গোধনপাড়া ছয়ঘড়ি পাড়ার মাঠে একটি কলাবাগানে তিনটি ব্যাগ দেখতে পান | সন্দেহ হওয়ায় স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন থানায় |
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ | খবর দেওয়া হয় বম্ব ডিসপোসাল স্কোয়াডে | তারা এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে | পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি ব্যাগে ১৯ টি সকেট বোমা ছিল | প্রসঙ্গত,দিন কয়েক আগেও গোধনপাড়া এলাকা থেকে বেশ কিছু তাজা সকেট বোমা উদ্ধার হয়েছিল। ফের
মঙ্গলবার গোধনপাড়ার ছড়ঘড়ি পাড়ার মাঠে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা | কে বা কারা এই বোমাগুলি মজুত করেছে তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ | এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি |