দেবরীনা মণ্ডল সাহা :- ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে উত্তর ২৪ পরগণা জেলার নিউ ব্যারাকপুর পুরসভার বিলকান্দিতে গেঞ্জির কারখানায় লাগা আগুন | ইতিমধ্যেই সেই আগুন পাশের একটি ওষুধের দোকানকে গ্রাস তো করেছে, তেমনি একটি রঙ তৈরির কারখানাতেও ছড়িয়ে পড়েছে | ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে গেলেও এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি | ভিতরে চারজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে | আগুন নিয়ন্ত্রণে নামানো হল রোবট | জানা গেছে, রাত ৩ টে নাগাদ নিউ ব্যারাকপুরের তালবান্দায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় |
ঘটনায় নিউ ব্যারাকপুরের তালবান্দার এক গেঞ্জি কারখানার পাশাপাশি, এলাকার এক ওষুধের গুদাম সহ পাশাপাশি বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে | ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা | আগুন যাতে না ছড়িয়ে যায় সেকারণেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ শুরু হয় | আগুন নেভাতে শেষে দমকলের তরফে নামানো হয়েছে রোবট | জানা গিয়েছে, গেঞ্জির কারখানায় বেশ কিছু গ্যাসের সিলিন্ডার মজুত ছিল | সেগুলিতে আগুন লাগার পরে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে | তার জেরেই পাশের ওষুধের দোকান ও রঙ তৈরির কারখানায় আগুন ছড়িয়ে পড়ে| আবার ওষুধের দোকানে অক্সিজেনের সিলিন্ডার জমা করে রাখা হয়েছিল বলে তথ্য যেমন সামনে এসেছে তেমনি সেখানে প্রচুর পরিমাণে স্যানিটাইজারও রাখা ছিল | তার জেরে আগুন আরও তীব্রতা নেয়|আবার রঙ তৈরির কারখানায় ডিজেল মজুত করে রাখার জেরে সেখানেও আগুন বিধ্বংসী চেহারা নিয়েছে | ৩টি জায়গাতেই প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল | ফলে দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন |স্থানীয় সূত্রে খবর, কারখানার ভিতরে ৪ জন শ্রমিক আটকে রয়েছেন| তবে তাঁদের কোনও খবর পাওয়া যাচ্ছে না| গেঞ্জি কারখানার অনান্য কর্মীরা জানান, নিখোঁজদের মোবাইলে পাওয়া যাচ্ছে না | ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু| মন্ত্রী জানান, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে | কারখানা কর্তৃপক্ষ যদি লকডাউন আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে |