Breaking News

নারদ মামলায় আরও ২ দিন গৃহবন্দি ফিরহাদ-সহ চার হেভিওয়েট নেতা, বুধবার ফের শুনানি বৃহত্তর বেঞ্চে!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সোমবার নিষ্পত্তি হল না নারদ কাণ্ডের জামিন সংক্রান্ত মামলার | প্রায় আড়াই ঘণ্টা সওয়াল-জবাব পর্বের পর সোমবারের মতো কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চে শুনানি শেষ হয়ে গেল | আবারও শুনানি হবে আগামী বুধবার| অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত নারদ কাণ্ডে ধৃত চার নেতার ভাগ্য ঝুলে রইল| এরই মধ্যে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই| আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চায় সুপ্রিম কোর্টে শুনানির পর মামলা শোনা হোক হাইকোর্টে এই আর্জিতে রবিবার মধ্যরাতে আবেদন করা হয় হাইকোর্টে | কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় ও শুরু হয় নারদ মামলার শুনানি | নারদামামলায় অভিযুক্তদের কি অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হবে? হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চে মতানৈক্য-এর পর মামলার নিষ্পত্তির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়েছে | এই বেঞ্চে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি আই পি মুখার্জী, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জী | এদিন শুনানিতে বৃহত্তর বেঞ্চের বিচারপতিরা সিবিআই-এর কাছে জানতে চান, ‘সাত বছর ধরে আপনারা অভিযুক্তদের গ্রেফতার করলেন না | এবার তাঁদের গ্রেফতার করলেন | তারপর তাঁরা জামিন পেলেন | আপনাদের জামিনের বিরোধিতায় ব্যস্ততা কেন’! অভিযুক্তদের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ‘জামিনে স্থগিতাদেশ দেওয়ার মামলায় আমাদের কথা শোনা হয়নি’ | অপর আইনজীবী সিদ্ধার্থ লুথরার প্রশ্ন, ‘শুধুমাত্র একটি চিঠির উপর ভিত্তি করে জামিনে স্থগিতাদেশ দিয়েছে আদালত | অভিযুক্তদের কথা শোনা হয়নি | ৪০৭ ধারায় কীভাবে স্থগিতাদেশ দেওয়া যায়’? শাসকদলের নেতা-মন্ত্রীদের গ্রেফতারির পর নিজাম প্যালেসের বাইরে জমায়েত ও বিক্ষোভের প্রসঙ্গ টেনে জামিনের বিরোধিতা করেন সিবিআই-এর আইনজীবী | এদিন মধ্যহ্নভোজের আগে বেলা দেড়টা নাগাদ শুনানি স্থগিত হয়ে যায় | হাইকোর্টে সূত্রে খবর, ব্যক্তিগত কারণে আগামিকাল অর্থাত্‍ মঙ্গলবার ছুটি নিচ্ছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচার রাজেশ বিন্দাল|সেকারণে মামলার পরবর্তী শুনানি হবে বুধবার | ততদিন পর্যন্ত গৃহবন্দি থাকতে হবে নারদ মামলায় অভিযুক্ত ৪ হেভিওয়েট নেতাকেই|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *