প্রসেনজিৎ ধর :- ঘূর্ণিঝড় ইয়াসের দাপট কতটা ছিল? ক্ষয়ক্ষতির পরিমাণ কত? তা খতিয়ে দেখতে আগামিকাল ওড়িশা এবং পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে সূত্রের খবর | আমফানের পরে মোদি এসেছিলেন রাজ্যে,ইয়াসের পরেও তিনি আসছেন | সাইক্লোনের পর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল | এখনও জলমগ্ন একাধিক এলাকা | বিশেষত উপকূলবর্তী এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে | আর সেই এলাকা পরিদর্শনে শুক্রবারই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | হেলিকপ্টারে এলাকা পরিদর্শন করবেন তিনি।আগামিকাল প্রধানমন্ত্রী প্রথমে যাবেন ওড়িশার ভুবনেশ্বরে | সেখানে পর্যালোচনা বৈঠক রয়েছে তাঁর | তার পর আকাশপথে বালাশোর, ভদ্রক ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী | এমনকি কলাইকুন্ডায় বায়ুসেনার ঘাঁটিতে ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক সারবেন তিনি| কলাইকুন্ডায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে পর্যালোচনা বৈঠকের কথা রয়েছে মোদির |শুক্রবারই কপ্টারে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের | দক্ষিণ ২৪ পরগণার সাইক্লোন কবলিত এলাকা পরিদর্শনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় | তার পর হিঙ্গলগঞ্জ ও সাগরে তাঁর পর্যালোচনা বৈঠক | সেখান থেকে চলে যাবেন পূর্ব মেদিনীপুর | শনিবার দিঘায় পর্যালোচনা বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় |