Breaking News

বাংলায় বাড়ল কার্যত লকডাউনের মেয়াদ, ১৫ জুন পর্যন্ত থাকবে কড়া বিধিনিষেধ! নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কার্যত লকডাউনের মেয়াদ আরও বাড়াল রাজ্য সরকার | আগামী ১৫ জুন পর্যন্ত কড়া বিধিনিষেধ থাকবে | বৃহস্পতিবার নবান্নে সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন, যা যা বিধিনিষেধ ছিল, সেগুলিই কার্যকর থাকবে।তবে ছাড় দেওয়া হল পাটশিল্প এবং নির্মাণ শিল্পের ক্ষেত্রে | মমতা জানান, এই বাধা-নিষেধে মানুষ সহযোগিতা করছেন |করোনা সংক্রমণ কিছুটা হলেও কমেছে | তাই সংক্রমণ আরও কমাতে লকডাউন বৃদ্ধি করছে রাজ্য সরকার |

এক নজরে রাজ্যে জারি থাকা বিধি-নিষেধ:-
*সব সরকারি-বেসরকারি অফিস-প্রতিষ্ঠান বন্ধ থাকবে,কেবল অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে |

*সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে |

*আন্তঃরাজ্য বাস পরিষেবা, অটো, মেট্রো বন্ধ থাকবে | ট্যাক্সি পরিষেবা চালু থাকবে এমার্জেন্সি পরিষেবার জন্য |

*শপিংমল, সুইমিংপুল, রেস্তোরাঁ বন্ধ থাকবে |

* মুদিখানা, খুচরো দোকান, বাজার, কিছু নিত্য প্রয়োজনীয় সেগুলি কেবল সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত খোলা থাকবে|

* মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে |

* চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সমস্তরকম ছাড় দেওয়া হবে।

*রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ বন্ধ থাকবে |

* ই-কমার্স ক্ষেত্রে সমস্ত পরিষেবা চালু থাকবে |

* এটিএম, ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ থেকে দুপুর ২টো পর্যন্ত|

* ওষুধের দোকান, চশমার দোকান স্বাভাবিক সময় খোলা থাকবে |

* বিয়েবাড়িতে ৫০ জনের উপস্থিতির অনুমতি রয়েছে |

* সৎকারের ক্ষেত্রে ২০ জনের উপস্থিতির অনুমতি

* রাত ৯টার পর সব কিছু বন্ধ, কেবলমাত্র এমার্জেন্সির ক্ষেত্রে অনুমতি |

প্রসঙ্গত, ১৬ মে থেকে রাজ্যে করোনা বিধিনিষেধ জারি হয়েছিল | নিয়ন্ত্রিত হয়েছিল বাজার-দোকান খোলার সময়| বন্ধ হয়েছিল ট্রেন-মেট্রো-গণপরিবহণ | এবার সেই বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *