অভিষেক সাহা, মালদহ :- ধানের বস্তা চাপা পড়ে মৃত্যু ঠাকুমা ও দুই নাতির | মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের ললিয়াবাড়ি গ্রামে | খবর পেয়ে ওই বাড়িতে ছুটে গিয়েছেন মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি | তিনি বিপন্ন ওই পরিবারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন| ঘটনাটি মালদহের চাঁচল থানার অন্তর্গত ধানগোড়া গ্রাম পঞ্চায়েতের লোলিয়া গ্রামে | ধানের গোলা চাপা পড়ে মৃত্যু হয় ৫০ বছর বয়সি তালু সরেন ও তার দুই নাতি রোহিত টুডু (৭) রাহুল টুডুর (৫)| ইয়াসের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই জেলা জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে | রাতে এক ঘরে দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তানু | পাশেই বাঁশের মাচায় রাখা ছিল বড় বড় ধানের বস্তা | বৃষ্টিতে বাঁশের মাচা ভেঙে যায় | তাতেই ধানের বস্তাগুলি তিন জনের উপর পড়ে | বিষয়টি নজরে আসতেই তানুর ছেলে দশরথ টুডু বস্তাগুলি সরানোর চেষ্টা করেন | কিন্তু সম্পূর্ণভাবে তা সরাতে পারেননি| দশরথের চিৎকার শুনে প্রতিবেশীরা যতক্ষণে ছুটে এসে সাহায্য করেন, ততক্ষণে মৃত্যু হয়েছে তিন জনেরই |একই পরিবারের তিনজনের একসঙ্গে মৃত্যুর খবর পেয়ে এলাকায় ছুটে যান মালতিপুর বিধানসভার বিধায়ক আবদুল রহিম বক্সি | ঘটনাটিকে তিনিও মর্মান্তিক বলেছে। তিনি জানান, ওই পরিবারটিকে সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত রকমের সাহার্য্য করা হবে | এছাড়া ব্যাক্তিগতভাবেও স্থানীয় পঞ্চায়েতকে সাথে নিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক | অন্যদিকে, এই ঘটনার তদন্তে যুক্ত পুলিশ আধিকারিকদের অনুমান অতিরিক্ত বৃষ্টির ফলে ধানের গোলার বাঁশটি বসে যায় | যার ফলেই বিপত্তি ঘটে এই মর্মান্তিক পরিণতি হয়| দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় | এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে |