অভিষেক সাহা, মালদহ :- শুধু উপকূলবর্তী এলাকা নয়, ইয়াসের প্রভাবে বৃষ্টির সতর্কতা জারি হয়েছিল উত্তরবঙ্গের জেলাগুলিতেও | সাইক্লোনের আশঙ্কা কাটতেই বৃহস্পতিবার প্রবল বৃষ্টি নামে কলকাতা-সহ একাধিক জেলায় | উত্তরবঙ্গেও সমানে চলে বৃষ্টির দাপট | আর তার জেরেই জল জমেছে মালদহে | অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে চাঁচলের একাধিক এলাকা | একটানা লাগাতার বৃষ্টির ফলে জল ঢুকে পরে অধিকাংশ বাড়িগুলিতে |
বৃষ্টির জলের সঙ্গে ড্রেনের নোংরা জল মিলেমিশে চরম দুর্ভোগ পরিস্থিতি তৈরি হয় যার জেরে সমস্যায় পড়েন শহরবাসী | কার্যত বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে | বাড়ির সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে শস্য,আনাচ বের করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন দুর্গতরা | যদিও বৃহস্পতিবার রাত থেকে নিষ্কাশন এর কাজ শুরু হয় | চাঁচল পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেশ পান্ডে রাতে পাম্পিং মেশিন লাগিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করেন | সকালবেলাতেই শ্রমিক লাগিয়ে চাঁচল-এর বেশ কিছু নিকাশি নালার মুখ ফাটিয়ে জল নিষ্কাশন করে জল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্ত করার চেষ্টা করেন তিনি |
যদিও বৃষ্টি থামার পরই চাঁচলেরর প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন চাঁচল বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ|শুক্রবার তিনি চাঁচল শহরের আমলাপাড়া, অরবিন্দ পল্লি, টান্ডেলপাড়া সহ বিস্তীর্ণ জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন |
চাঁচলের পাশাপাশি ইয়াসের জেরে মুষলধারা বৃষ্টিতে ভাসলো মালতিপুর বিধানসভার বিস্তীর্ণ এলাকা| যার বন্যা পরিস্থিতি তৈরি হলো মালতিপুরের বিস্তীর্ণ এলাকায় | শুক্রবার সেই সমস্ত প্লাবিত এলাকা পরিদর্শনে যান মালতিপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক আব্দুর রহিম বক্সি,কথা বলেন সাধারণ মানুষদের সঙ্গে |