Breaking News

বনকর্মীদের তৎপরতাতেও হল না শেষরক্ষা, সুন্দরবন থেকে উদ্ধার হওয়া অসুস্থ বাঘের মৃত্যু, আনা গেল না সজনেখালিতে!

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- সুন্দরবনে মৃত্যু হল এক অসুস্থ বাঘের | রবিবার সকালে পূর্ণবয়স্ক পুরুষ বাঘটিকে উদ্ধার করা হয়েছিল | সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীনে থাকা হরিখালি ক্যাম্পের হরিণভাঙা জঙ্গলের একটি পুকুরের কাছে পড়ে থাকতে দেখা গিয়েছিল বাঘটিকে | সেখান থেকে বাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সজনেখালি পাঠানোর চেষ্টা হয় | তবে সজনেখালি নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বাঘটির | তার মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ময়নাতদন্ত করা হচ্ছে| বনদফতর সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে সুন্দরবন ব্রাঘ্য প্রকল্পের কাছে হরিখালির জঙ্গলে পূর্ণবয়স্ক ওই বাঘটিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল | সে বেশ দুর্বল ছিল। শনিবার সকালে তার অসুস্থতা আরও বাড়তে থাকে | তাকে উদ্ধার করেন বনকর্মীরা। সজনেখালিতে নিয়ে যাওয়া হয় | জল খাওয়ানোর চেষ্টা করা হয় | খেতে দেওয়া হয় মুরগি | চিকিৎসক তার শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষাও করেন | তবে শেষরক্ষা হয়নি | মৃত্যু হয় বাঘটির | এ প্রসঙ্গে মুখ্য বনপাল (বন্যপ্রাণ) বিবেক কুমার যাদব বলেন, “বাঘটি হরিখালির জঙ্গলে ঘোরাফেরা করছিল | অসুস্থ হয়ে পড়ায় তাকে সজনেখালিতে নিয়ে আসা হয় | চিকিৎসাও করানো হয় | তবে তার মৃত্যু হয়েছে | বার্ধক্যজনিত কারণে অসুস্থতার জন্য বাঘটির মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে |”প্রাথমিক অনুমান, ইয়াস এবং ভরা কটালের জেরে অসুস্থ হয়ে পড়ে বাঘটি | তবে বাঘটির মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্ত হবে | চিকিৎসকরা বাঘটিকে স্যালাইন দেওয়ার চেষ্টাও করেন। এর পর বাঘটিকে সজনেখালি রেঞ্জ অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় | তবে সেখানে পৌঁছানোর আগেই সেটি মারা যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *