দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কোনও স্লট বুক করতে হবে না ষাটোর্ধ্বদের | সোমবার থেকে পুরসভার ১৪৪ টি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনাভাইরাস টিকা নিতে পারবেন ষাটোর্ধ্বরা,এমনটাই জানাল কলকাতা পুরসভা | টিকাকরণে গতি আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কলকাতা পুরসভার| ষাটোর্ধ্বদের টিকাকরণের ক্ষেত্রে এবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন | পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ঘোষণা করেন, এবার থেকে স্লট বুক না করেই টিকা নিতে পারবেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা | সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরনিগমের যেকোনও স্বাস্থ্যকেন্দ্র থেকে তাঁরা টিকা নিতে পারবেন | সেইসঙ্গে দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত ৪৫ বছরের ঊর্ধ্বে নাগরিকরা টিকা পাবেন | অর্থাৎ ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে টিকা মিলবে | তাঁদের হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে টিকার স্লট বুক করতে হবে বলে জানানো হয়েছে| ফিরহাদ জানান, করোনা মোকাবিলায় ভালো কাজ চালিয়ে যাচ্ছে পুরনিগম | আগের তুলনায় সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে | সেফ হোমগুলিতেও নয়া রোগীর সংখ্যা কমছে | অক্সিজেন পার্লারেও চাহিদা কমেছে | আপাতত সকলের টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে | জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে একদিনে করোনা মুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন | পজিটিভিটি রেট ১৮ শতাংশ | সংক্রমিতের সংখ্যা গত কয়েক দিন ধরেই নিম্নমুখী | তবে কোভিডে মৃত্যুর রোখা যাচ্ছে না। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১৫ হাজার ২৬৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর |