নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- বিধানসভা ভোটের পর রাজ্যে হিংসার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি | যার জন্য উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট | আর এই ঘটনায় রাজনৈতিক হিংসায় যারা ঘরছাড়া হয়েছেন তাদের ঘরে ফেরাতে তিন সদস্যের একটি বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট | রাজ্য ও কেন্দ্রের মানবাধিকার কমিশনের সদস্য এবং রাজ্য লিগাল সার্ভিস কমিটির সদস্য এই তিনজনকে নিয়ে এই বিশেষ কমিটি গড়েছে কলকাতা হাইকোর্ট | বিধানসভা ভোট পরবর্তী অশান্তির পর, ঘর ছাড়াদের ঘরে ফেরানো নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয় | এরই মধ্যে, একটি মামলা করেন, এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী | তারই প্রেক্ষিতে হাইকোর্টের এই নির্দেশ| এদিন নির্বাচন পরবর্তী হিংসা মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে | ভোট পরবর্তী বাংলায় সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে মামলা করেছিলেন এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল | বিজেপির প্রায় ১২৫ জন ঘরছাড়া বলে হাইকোর্টে জানিয়েছিলেন তিনি | সেই মামলারই শুনানি ছিল সোমবার | এদিন মামলার শুনানিতে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, “স্বাধীনভাবে চলা ফেরা করা মানুষের অধিকার, কেউ ঘরে ফিরতে চাইলে তাকে ফেরানোর কাজ রাজ্যকে ই করতে হবে |” প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য জানায় ১২৫ জনের মধ্যে ৩৯ জন ঘরে ফিরে গিয়েছে | এই কমিটি গোটা পদ্ধতি নিয়ে আদালতকে রিপোর্ট দেবে | স্থানীয় থানাকে ঘর ছাড়াদের ঘরে ফেরানোর বিষয়টি নিশ্চিত করতে হবে | কোনও রাজনৈতিক দলের নেতা থাকবেন না ঘরছাড়াদের সঙ্গে | একই সঙ্গে আদালত জানায় রাজ্যের বাকি জায়গার বিষয় পরে দেখা হবে | অর্থাৎ এই বিশেষ কমিটি এন্টালি বিধানসভা এলাকার জন্য | হাইকোট নির্দেশ দিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির ইমেলে, ঘরছাড়াদের তথ্য পাঠাতে হবে| মামলার পরবর্তী শুনানি ৪ জুন।