দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দিন কয়েক ধরেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে টানাপোড়েন চলে রাজ্য ও কেন্দ্রের মধ্যে | এই টানাপোড়েনের মাঝে শেষমেশ আলাপন বন্দ্যোপাধ্যায় নিজের কর্মজীবনের মেয়াদ বৃদ্ধি না করে ৩১ মে অবসর নেন | তবে অবসর নিলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেন | আর এরপর ১ জুন থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় নিজের নতুন কর্মজীবন শুরু করলেন |মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে নতুন কর্মজীবন শুরু করার সাথে সাথে স্বাভাবিকভাবেই আগের তুলনায় আরও বেশ কিছুটা গুরু দায়িত্ব বেড়ে গেল আলাপন বন্দ্যোপাধ্যায়ের | তবে এক্ষেত্রে এই নতুন পদে আসিন আলাপন বন্দ্যোপাধ্যায় স্বাধীনভাবে কাজ করতে পারবেন বলেও মত পোষণ করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ | আগামী তিন বছরের জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই পদে নিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী | নীতি সংক্রান্ত নানা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপদেশ দেবেন আলাপন বন্দ্যোপাধ্যায় | নবান্ন সূত্রে খবর, তাঁর মাসিক বেতন হবে ২.৫ লক্ষ টাকা | বেতন ছাড়াও তাঁকে অনান্য ভাতা দেবে রাজ্য সরকার | আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাজ অর্থাৎ ভূমিকা নিয়ে জানান, কোন ইস্যুতে মুখ্যমন্ত্রীর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় | এর পাশাপাশি আগামী দিনে তাকে আর কি কি দায়িত্ব দেওয়া হবে তা অর্থ মন্ত্রকের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে | মুখ্যসচিব হিসেবে দুর্দান্ত কাজ করেছেন আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায় | রাজ্যের একাধিক ইস্যুতে গুরুদায়িত্ব পালন করেছেন তিনি | এভাবেই আলাপনের প্রশংসা করে তাঁর অবসরের দিনই নতুন পদে নিযুক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মুখ্যসচিব হিসেবে অবসরের পর মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হওয়ার ঘটনা এ রাজ্যে নজিরবিহীন | তাই নিঃসন্দেহে ভারতীয় রাজনীতির ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন আলাপন বন্দ্যোপাধ্যায় |
Hindustan TV Bangla Bengali News Portal