নিজস্ব সংবাদদাতা :- নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে | এইবার শুধু নির্ঘন্ট প্রকাশের পালা | আর তাই তার জোরদার প্রস্তুতিও শুরু হয়ে গেছে | করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নদীয়া জেলায় বাড়ানো হচ্ছে বুথ সংখ্যা | বুথগুলিতে ভিড় এড়াতে এই সিদ্ধান্ত, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন নদীয়ার জেলাশাসক পার্থ ঘোষ | করোনা আবহে বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন কি কি ব্যবস্থা গ্রহণ করেছে, সে বিষয়ে এদিন জানান পার্থবাবু |
এদিন তিনি বলেন এতদিন পর্যন্ত একটি বুথে সর্বাধিক ১৫০০ জন পর্যন্ত ভোটার ভোট দিতে পারতেন | কিন্তু এবছর করোনা অতিমারির কারণে বুথ প্রতি ভোটার সংখ্যা কমানো হয়েছে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে | এ বছর প্রতি বুথে সর্বাধিক ১০৫০ ভোটার ভোট দিতে পারবেন | যে বুথে ভোটার সংখ্যা তার বেশি সেখানে দুটি বুথ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে | এর ফলে নদীয়া জেলায় ১৩৯৪ টি নতুন বুথ করা হচ্ছে|আগে নদীয়ায় মোট বুথের সংখ্যা ছিল ৪৫৮২ টি | কিন্তু এখন তা বেড়ে হলো ৫৯৭৬ টি | এছাড়াও নতুন ভোটার তালিকা অনুযায়ী নদীয়া জেলায় ১১১৩৬৬ জন নতুন ভোটার বৃদ্ধি পাওয়ায় মোট ভোটারের সংখ্যা হলো ৪২৭৬৮৯৪ জন| শুধু তাই নয়, প্রতি ১০০০ জন পুরুষ ভোটারের সাপেক্ষে মহিলা ভোটারের সংখ্যা ৯৪৬| অন্যান্য জেলার মতোই এখানেও বয়স্ক, প্রতিবন্ধী ও করোনা আক্রান্তের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি |