নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার খেজুরির সভা থেকে তৃণমূলনেত্রীর দিকে কার্যত চ্যালেঞ্জ ছোড়ার ভঙ্গিতে শুভেন্দু বললেন, দু’জায়গায় নয়, আপনাকে নন্দীগ্রাম থেকেই লড়তে হবে | মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে খেজুরির সভা থেকে ঠিক এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী | দু’জায়গায় প্রার্থী হওয়ার প্রসঙ্গে মমতা সোমবার বলেছিলেন ভবানীপুর বড় বোন আর নন্দীগ্রাম হল মেজো বোন | সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “বড় বোন, মেজো বোন, যাই হোক, দু’জায়গায় কোথাও দাঁড়াতে দেব না আপনাকে | নন্দীগ্রামেই দাঁড়াতে হবে | কিন্তু কার ভরসায় নন্দীগ্রামে দাঁড়াবেন? আমপানের টাকা চোর, আর এখন করোনার টিকা চোর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটারপ্যাড তৈরি রাখুন”| নন্দীগ্রামে মমতা ভোটের সময় পাঁচ বছর অন্তর আসেন বলেও কটাক্ষ করেন শুভেন্দু |
এদিন শুভেন্দু আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে হতাশ হয়ে পড়েছেন| কোথায় সভা করছেন, তা-ও বলতে পারছেন না | নন্দীগ্রামের শহিদদের নামও কাগজ দেখে পড়তে হচ্ছে | এই সভাতেই শুভেন্দু সিঙ্গুরের কথাও টেনে এনে বলেন ‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) সিঙ্গুরের ইতিহাস লিখেছেন | তার একটা অংশ পাঠ্য বইয়েও রয়েছে | কিন্তু সেখানে নন্দীগ্রামের জন্য এক লাইনও নেই। উনি আসলে নন্দীগ্রামকে ভুলে গিয়েছেন। আমি সিঙ্গুরকে ছোট করতে চাই না। কারণ সিঙ্গুরে শুকনো ঘাসফুলকে সরিয়ে পদ্ম ফুটিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।’’এদিন সভায় শুভেন্দুর পাশাপাশি ছিলেন বাবুল সুপ্রিয় ও লকেট চট্টোপাধ্যায়,ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্বও | এদিনের সভায় বাবুল সুপ্রিয় বলেন, মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে দাঁড়াতে চাইছেন না কারণ ভবানীপুর কেন্দ্রে হারার ভয় পেয়েছেন|অন্যদিকে এই সভা থেকে হুঙ্কার দিতে শোনা গেল লকেট চট্টোপাধ্যায়কেও | একাধিক ইস্যু নিয়ে মমতা ও তার ভাইপোকে তুলোধোনা করলেন লকেট চট্টোপাধ্যায়|