বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :-রাজ্য-রাজনীতিতে যখন আইএসএফের সঙ্গে জোট বজায় রাখা নিয়ে সিপিআইএমের অন্দরে তোলপাড় হচ্ছে তখন দুই আইএসএফ শীর্ষ নেতাকে গ্রেফতার করল পুলিশ | ধৃতরা ভাঙড় ১ ব্লকের আইএসএফ সভাপতি শরিফুল মোল্লা এবং সম্পাদক মিন্টু শিকারী | জানা গিয়েছে, ভাঙড় থানা ঘেরাও থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে | তাই তাঁদের গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ| ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ | রবিবার পুলিশ ভাঙড়ের রানিগাছি থেকে গ্রেফতার করেছিল মিন্টু শিকারীকে | আর সোমবার বড়ালির বাড়ি থেকে গ্রেফতার করে শরিফুল ইসলামকে | দুজনের বিরুদ্ধে রাস্তা অবরোধে যুক্ত থাকার পাশাপাশি মারধর, হুমকি, লুটের অভিযোগ রয়েছে বলে দাবি করেছে পুলিশ | সেই কারণে নির্বাচনের ফল বেরনোর পর থেকে পুলিশ তাঁদের খুঁজছিল | বাড়িতেই তাঁদের পাওয়া যায় এবং পুলিশ গ্রেফতার করে | ধৃতদের বিরুদ্ধে মারধর, হুমকি, রাস্তা অবরোধ, লুটপাঠ সহ একাধিক অভিযোগ আছে ভাঙড় থানায় | নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পুলিশ তাদের খুঁজছিল | তাঁদের নিজেদের বাড়ি থেকেই ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে |
শরিফুল বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব ও ভাঙড় বিধানসভার দায়িত্বে ছিল | নওশাদ সিদ্দিকির জয়ের কারিগর এই দু’জন বলে জানা গিয়েছে | এদিকে হারের প্রতিশোধ নিতে তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছে বলে দাবি করেছে শরিফুল মোল্লা | এই বিষয়ে শরিফুল বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক কারণে আমাকে আর মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ | ভোটে হারার প্রতিশোধ নিতে তৃণমূল পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছে|’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস | অন্যদিকে বামফ্রন্ট–কংগ্রেস জোট তথা সংযুক্ত মোর্চায় শামিল হয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকির দল আইএসএফ খাতা খুলছে ভাঙড়ে | ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ পুলিশের|